অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় টানা এক সপ্তাহ পর ১০টি নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ সি-ট্রাক চলাচল শুরু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই জুলাই ২০২৫ বিকাল ০৪:৩৮

remove_red_eye

২৬৭

সমুদ্র বন্দরে ৩ নম্বর সর্তক সংকেত তুলে নেওয়ায়

হাসিব রহমান: টানা ৭ দিন পর সমুদ্র বন্দরে ৩ নম্বর সর্তক সংকেত তুলে নেওয়ায় হয়েছে। এর ফলে আজ শুক্রবার থেকে ৭ দিন পর ভোলা জেলার ১০ নৌ রুটে লঞ্চ ও সি-ট্রাক চলাচল শুরু হয়েছে। সকাল থেকে ভোলার ইলিশা লক্ষীপুর,দৌলতখান আলেকজান্ডার,তজুমুদ্দন-মনপুরাসহ ১০টি রুটে লঞ্চ যাত্রীবাহী লঞ্চ ও সি ট্রাক গন্তব্যের উদ্দ্যেশে ছেড়ে গেছে। র্দীঘ দিন পর এসব রুটে লঞ্চ চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে দুর্ভোগ লাগোভ হওয়ায় স্বস্তি ফিরে এসেছে।


বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দর ট্রাফিক কর্মকর্তা জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার বিকালে সমুদ্র বন্দরে ৩ নম্বর সর্তক সংকেত তুলে নেয়ায় ভোলার  বন্ধ থাকা ১০ রুটে লঞ্চ ও সি-ট্রাক চলাচল চালুর সিদ্ধান্ত হয়।
এদিকে শুক্রবার সকালেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। ভোলা আবহাওয়া অফিসের দায়িত্বে থাকা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান,গত ৮ দিনে ৪২৬.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ গত ২৪ ঘন্টায় সকাল ৬ টা পর্যন্ত ২৯ মিলিমিটার বৃষ্টি রের্কড করা হয়।


ভোলা জেলা মোঃ ইয়ামিন