অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫ | ৩০শে কার্তিক ১৪৩২


ভোলায় টানা ৭ দিন বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই জুলাই ২০২৫ রাত ১২:১০

remove_red_eye

১৭৭

আমন ধানের বীজতলা ক্ষতি ও ভেসে গেছে বহু পুকুরের মাছ কয়েক কোটি টাকা ক্ষতির আশংকা

হাসিব রহমান : মৌসুমি বায়ুর প্রভাবে বৈরী আবহাওয়ার কারনে টানা ৭ দিন ধরে দ্বীপজেলা ভোলায় বৃষ্টি হচ্ছে। এতে করে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেখা দিয়েছে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। অতি বৃষ্টির কারনে ক্ষতি হয়ে আমন ধানের বীজতলা। ভেসে গেছে বহু পুকুরের মাছ। এতে করে কয়েক কোট টাকার ক্ষতি আশংকা দেখা দিয়েছে। এতে করে চাষীরা দু:চিন্তায় পড়েছেন।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সমুদ্রে ৩ নম্বর সর্তক সংকেত থাকায় গেলো এক সপ্তাহ ভোলায় টানা মুশুল ধারে বৃষ্টি হচ্ছে। ভোলা আবহাওয়া অফিসের দায়িত্বে থাকা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান,গত এক সপ্তাহে ৩৯৭.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ গত ২৪ ঘন্টায় সকাল ৬ টা পর্যন্ত ৯১.৩ বৃষ্টি রের্কড করা হয়। এদিকে অতি বৃষ্টি কারনে ভোলা শহরের বিভিন্ন এলাকাসহ জেলার ৭ উপজেলায় রাস্তাঘাট নিন্মাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে করে মানুষ চরম দুভোগে পড়েছেন। এদিকে অতিবৃষ্টির কারনে বিচ্ছিন্ন দ্বীপ মনপুরার ৮ গ্রাম প্লাবিত পানিবন্দি হয়ে পড়ে কয়েক হাজার মানুষ। মনপুরার ঈশ্বরগঞ্জ দাসেরহাট উত্তর সাকুচিয়া ও রহমানপুর এলাকায় জলাবদ্ধ হয়ে আছে। সেখানকার মানুষের মৎস্য ঘের, গবাদি পশু , আমনের বীজ তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানান, টানা বৃষ্টি আর জোয়ারের পানিতে ভোলার দৌলতখান উপজেলার মদনপুর, সদর উপজেলার কাচিয়া মাঝের চর প্লাবিত হয়েছে। এসব এলাকার আমনের জ্বালা খেত ডুবে গেছে। কৃষকরা খেতে চাষ দিয়েও পানির জন্য জ্বালা লাগাতে পারছে না।

মদনপুরের টবগী এলাকার নাসিরউদ্দিন শিকদার জানান, টানা বৃষ্টির কারণে তাঁরা ঘর থেকে বের হতে পারছে না। গোহাল থেকে গরু-ছাগল , খোপ থেকে মুরগী বের করতে পারছে না। খেত ডুবে থাকার কারণে ঘাস কেটেও আনতে পারছে না। ইউনিয়নের চরপদ্মার সফিক মাঝি বলেন, সব মিলিয়ে জীবন থমকে আছে। বৃষ্টিতে নড়তে পারছেন না। ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চরকালি গ্রামের মো. মহসিন, রাজাপুর ইউনিয়নের রুহুল আমিন মিজি জানান, তাদের আমনের বীজতলা ডুবে গেছে। বৃষ্টির জন্য খেতে সেচ দিতে পারছেন না। কলাতলীর মোসলেহউদ্দিন মাঝি বলেন, বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে গেছে। খেত ডুবে আছে। কাজকাম নেই, ধারদেনা করে দিন চালাতে হচ্ছে। ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ির উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক বলেন, গত ৭দিনের টানা বৃষ্টিতে ৫ থেকে ৬ শত হেক্টর জমির আমনের বীজ তলা ও ৭০০ হেক্টর জমির আংশিক সাক সবজির ক্ষতির আশংকা দেখা দিয়েছে। পানি কমে গেলে পুরো ক্ষতির চিত্র জানা যাবে বলেও জানান তিনি। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, ভোলা জেলা টানা বৃষ্টি ২৫০ হেক্টর ঘের ও ৪০০ হেক্টর পুকুর দীঘি প্লাবিত হয়েছে। এতে প্রাথমিকভাবে অন্তত ১১ কোট কোটি টাকা ক্ষতি হয়েছে। এর মধ্যে অবকাঠামগত ক্ষতি আড়াই কোটি ও মাছ ভেসে গেছে সাড়ে ৮ কোটি টাকার মতো। এদিকে বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের পরিবহন পরিদর্শক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানিয়েছেন,সাগর উত্তাল হওয়ায় আজ বৃহস্পতিবার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতজারি করা রয়েছে । এত করে আজসহ টানা ৭ দিন ধরে ভোলা জেলার ইলিশ থেকে লক্ষীপুর, মনপুরা -ঢাকা, হাতিয়া - ঢাকা সহ অভ্যন্তরীণ ১০ টি নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি- ট্রাক চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ ও সি- ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীরা রয়েছেন চরম ভোগান্তিতে। তবে ভোলা - ইলিশা রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।


ভোলা জেলা মোঃ ইয়ামিন



মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা

মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা

ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত

ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত

মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন

জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন

মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা

বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা

ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা

আরও...