অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৫ | ১১ই আশ্বিন ১৪৩২


তজুমদ্দিনে ধর্ষণের ঘটনায় রেবের অভিযানে আরো এক আসামী গ্রেফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯

remove_red_eye

১৮৬

অভিযুক্ত শ্রমিক দল ও ছাত্রদলের ৩ নেতাকে দল থেকে বহিষ্কার
  

বাংলার কন্ঠ প্রতিবেদক :  ভোলার তজুমদ্দিন উপজেলায় স্বামীকে নির্যাতন করে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ হয়ে ধর্ষণের ঘটনায় ঘটনার ৪ দিন পরও বুধবার পর্যন্ত  ধর্ষক মূল হোতাদের পুলিশ গ্রেফতার করে পরে নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধর্ষণের ঘটনা সাথে জড়িত একনারীসহ ৫ নম্বর আসামীকে আটক করা হয়েছে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে  তোলপাড় চলছে। ইতোমধ্যেই অভিযুক্ত শ্রমিক দল  ও ছাত্রদলের ৩ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও তজুমদ্দিন উপজেলা বিএনপির পক্ষ থেকে মানববন্ধন করে ধর্ষনের ঘটনার প্রতিবাদসহ দায়ী প্রকৃত আসামীকে গ্রেফতার করে বিচারের দাবী জানানো হয়েছে।
স্থানীয়রা জানান,ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী তজুমদ্দিন উপজেলার একটি ইউনিয়নের বাসিন্দা। তবে তিনি ঢাকায় একটি খাবারের হোটেলে চাকরি থাকেন। তার তিন স্ত্রী রয়েছেন । এর মধ্যে দুই জন তার সাথে ঢাকায় থাকেন। তৃতীয় স্ত্রী তজুমদ্দিন থাকেন।  ভুক্তভোগী ওই ব্যক্তি বলেন, ১৪-১৫ দিন আগে তিনি ঢাকা থেকে বড় স্ত্রী কে নিয়ে ভোলার তজুমদ্দিন উপজেলার বাড়িতে আসেন। পরে গত শনিবার তৃতীয় স্ত্রী তাঁকে তাঁর বাসায় ডেকে নেন। অভিযোগ রয়েছে সেখানে রাতের বেলা উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন ও যুবদল কর্মী মো. আলাউদ্দিনসহ ছাত্রদলের কয়েক  জনসহ ছয়-সাত জনের একটি সন্ত্রাসী দল ঘরের ভেতর ঢুকে তাকে মারধর শুরু করে। দ্বিতীয় স্ত্রী সংসার করবেন না উল্লেখ করে তাঁরা পাঁচ লাখ টাকা দিতে চাপ দেন। তবে তিনি এত টাকা দিতে পারবেন না জানালে আবার রড দিয়ে রানের ওপর, হাতে-পিঠে মারতে থাকেন। তাঁকে অন্য একটি ঘরে আটকে রেখে রাতভর নির্যাতন করেন।
খবর পেয়ে রবিবার সকালে তাঁর প্রথম স্ত্রী ঘটনাস্থলে আসেন উদ্ধার করতে। প্রথম স্ত্রীকে দেখে আবারও রড-হাতুড়ি দিয়ে তাঁকে বেধড়ক পেটানো শুরু করেন। এ সময় প্রথম স্ত্রী হামলাকারীদের হাত-পা ধরে স্বামীকে ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে তাঁরা পাঁচ লাখ টাকার বদলে এক লাখ টাকা দিতে বলেন। তখন প্রথম স্ত্রী তাঁর শ্বশুরকে ফোন করে টাকার জন্য বলেন। টাকা আসছে শুনে-হামলাকারীরা প্রথম স্ত্রীকে ঘরে রেখে স্বামীকে দোকানে চা খাওয়ার কথা বলে বাইরে নিয়ে যান।
ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, তাঁর স্বামীকে বের করে নিয়ে যাওযার পর নরপশুরা ঘরের দরজা-জানালা আটকে তাঁকে একের পর এক দলবেঁধে ধর্ষণ করেন। তিনি চিৎকার করলে আশপাশের বাড়ির নারীরা দরজা-জানালা খুলতে চেষ্টা করেন। স্বামীকে বাঁচাতে গিয়ে নিজের ইজ্জত রক্ষা করতে পারে নি স্ত্রী। পা ধরে ভাই বলে ছোট বোনের আকুতি জানিয়ে ছেড়ে দেয়ার জন্য আকুতি মিনতি করেও রক্ষা পায় নি ভোলার তজুমদ্দিন উপজেলার এক গৃহবধূ। নরপশুরা মুখ চেপে পালাক্রমে ধর্ষণ করা হয়।
ভুক্তভোগী দম্পতি বলেন, সন্ত্রাসীরা এ ঘটনা কাউকে না বলার শর্তে তাঁদের ছেড়ে দেন। এর পর থেকে দলবদ্ধ ধর্ষণের শিকার ওই গৃহবধূ গ্রামে ফিরে দুই বার আত্মহত্যার চেষ্টা করেন। এদিকে ঘটনাটি পুলিশ কে না জানানোর জন্য ধামাচাপা দেয়ার জন্য সন্ত্রাসীরা তাদের নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেন তারা। অবশেষে ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী ৯৯৯ ফোন দিয়ে পুলিশে খবর দেন। সোমবার পুলিশ এসে তাঁদের অভিযোগপত্র গ্রহণ করে। এদিকে সোমবার রাতে ভুক্তভোগী ওই গৃহবধূর মেডিকেল পরীক্ষা শেষে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তিনি অভিযুক্ত আসামিদের শাস্তি দাবি করেন।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রধান আসামি উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন ও যুবদল কর্মী মো. আলাউদ্দিন গা ঢাকা দেন। তাঁদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। এদিকে তজুমদ্দিন দলবেঁধে ধর্ষণের ঘটনার পর তজুমদ্দিন উপজেলা সদরে মঙ্গলবার বিকেলে তজুমদ্দিন উপজেলা জাতীয়তাবাদী দল-বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নারী শ্লীলতাহানি ও ধর্ষনের প্রতিবাদ এবং প্রকৃত দোষীদের বিচারের দাবিতে  মানববন্ধন করা হয়েছে।  
প্রায় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওরম আসাদ রিন্টু, যুগ্ম আহবায়ক জাকির হোসেন মনু, যুবদল নেতা হাসান সাফা পিন্টু, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন জুফিকার, শ্রমিক লীগের আহবায়ক ইকবাল হোসেন লিটন, সম্পাদক  মোহাম্মদ সেলিম প্রমুখ। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, “এই বর্বর ঘটনার সঙ্গে যারা জড়িত, তারা যেই হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। আইনকে তার নিজস্ব গতিতে চলতে হবে, এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।  এসময় বিএনপির নেতৃবৃন্দ নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানান । পাশাপাশি প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও অভিযুক্ত তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিনকে  দল থেকে প্রাথমিক সদস্য পদ সহ আজীবনের জন্য বহিস্কারের ঘোষনা দেন উপজেলা শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিখন। পাশাপাশি যাঁরা এই ধর্ষণের সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে গ্রেফতারের দাবি জানান।
 এছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা)মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে মাধ্যমে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভোলা জেলা শাখার অধীনস্থ তজুমদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ রাসেল এবং যুগ্ম আহবায়ক মোঃ জয়নাল আবেদীন সজীবকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়।
অপরদিকে বুধবার দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চ ঘাট এলাকা থেকে ঔই ধর্ষনের ঘটনার ৫ নাম্বার আসামী মানিক কে ভোলার রেব -৮ এর সদস্যরা অভিযান চালিয়ে আটক করেছেন। এনিয়ে মোট দুই জনকে আটক করা হয়েছে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহব্বত খান জানান, সোমবার ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদীর হয়ে তজুমদ্দিন থানায় একটি নারী নির্যাতন মামলা দায়ের করেন। মামলায় ফরিদ ও আলাউদ্দিনসহ সাতজনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এ ঘটনায় ঝড়না বেগম নামে  তৃতীয় স্ত্রীকে আটক করা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের  চেষ্টা চলছে।
অপরদিকে ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক তজুমদ্দিনে ধর্ষণের ঘটনায় ঘটনা স্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, এই মামলার প্রধান অভিযুক্তদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


মোঃ ইয়ামিন



দৌলতখানে জামায়াতের বিক্ষোভ মিছিল

দৌলতখানে জামায়াতের বিক্ষোভ মিছিল

লালমোহনে নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভা

লালমোহনে নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভা

পি আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবীতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল

পি আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবীতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল

অসহায় কর্মহীণদের স্বাবলম্বী করতে বোরহানউদ্দিন ইউএনও'র ব্যতিক্রমী উদ্যোগ

অসহায় কর্মহীণদের স্বাবলম্বী করতে বোরহানউদ্দিন ইউএনও'র ব্যতিক্রমী উদ্যোগ

প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন আজ

প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন আজ

জামায়াতের পিআর-এনসিপির প্রতীকের আন্দোলন নির্বাচনে প্রভাব পড়বে না :  ইসি আনোয়ারুল ইসলাম

জামায়াতের পিআর-এনসিপির প্রতীকের আন্দোলন নির্বাচনে প্রভাব পড়বে না : ইসি আনোয়ারুল ইসলাম

যারা কম জনপ্রিয় তাদের জন্য পিআর লাভজনক: সালাহউদ্দিন

যারা কম জনপ্রিয় তাদের জন্য পিআর লাভজনক: সালাহউদ্দিন

বঙ্গোপসাগরে লঘুচাপ; সারাদেশে পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে লঘুচাপ; সারাদেশে পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা

বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে বাংলাদেশ: শিক্ষা উপদেষ্টা

বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে বাংলাদেশ: শিক্ষা উপদেষ্টা

আল্লাহ আমাদের একজন প্রতিহিংসাপরায়ণ ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন: সারজিস

আল্লাহ আমাদের একজন প্রতিহিংসাপরায়ণ ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন: সারজিস

আরও...