অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


বাংলার কণ্ঠের ফটোসাংবাদিক লক্ষণ দাসের পিতার পরলোকগমন


মো: ইয়ামিন

প্রকাশিত: ২৭শে জুন ২০২৫ রাত ১০:১৫

remove_red_eye

২২৫

মো: ইয়ামিন : বাংলার কণ্ঠের সিনিয়র ফটো সাংবাদিক লক্ষণ দাসের পিতা  হৃদয় চন্দ্র দাস (৫৯) পরলোক গমন করেছেন। শুক্রবার রাত ১ টার দিকে ভোলা শহরের ইলিশা বাস ষ্ট্যান্ড সংলগ্ন পোদ্দার বাড়িতে তিনি বাস ভবনে ঘুমন্ত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে রাতেই ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুকবার দুপুরে ভোলার পৌর মহা-শ্মশানে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, ভোলা প্রেস ক্লাব, ভোলা জেলা ফটো সাংবাদিক ফোরাম, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, তাঁর বড় পুত্র লক্ষণ দাস দৈনিক বাংলার কণ্ঠ  ও দেশ টিভির ফটো সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও ছোট ছেলে শুভ দাস পুলিশে কর্মরত রয়েছেন।


মোঃ ইয়ামিন