অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ১১দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ফজলে রাব্বি, সন্ধান চায় পরিবার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে জুন ২০২৫ রাত ০৯:১৬

remove_red_eye

৩২২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ১১দিন ধরে ফজলে রাব্বি (১৩) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ফজলে রাব্বি ভোলা পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের উত্তর চরনোয়াবাদ এলাকার বাসিন্দা মো. আমিনুল ইসলাম গাজীর ছেলে ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। গত ১৪ জুন সন্ধ্যায় ভোলার কাঁচা বাজারে যাওয়ার পর থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় গত ২২জুন ভোলা সদর মডেল থানায় নিখোঁজ ফজলে রাব্বির বাবা একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জিডি নম্বর-১১৬১, তারিখ-২২/০৬/২০২৫ইং।

ওই শিক্ষার্থীর বাবা আমিনুল ইসলাম জানান, গত ১৪ জুন সন্ধ্যায় তিনি ছেলে ফজলে রাব্বিকে ভোলা শহরের বাংলাস্কুল মোড় থেকে ৫০০টাকা দিয়ে বাজার করার জন্য কাঁচা বাজারে পাঠায়। এর পর থেকে ফজলে রাব্বির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এর পর থেকে গত ৮দিন শহরের বিভিন্ন স্থান ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় ছেলের সন্ধান পেতে ভোলা সদর মডেল থানা একটি সাধারণ ডায়েরী করেছেন। ছেলের সন্ধান পেতে সকলের সহযোগিতার পাশাপাশি তার সন্ধান পেলে ০১৮০৪৯৭৮৬৪৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।

 


ভোলা জেলা মোঃ ইয়ামিন