অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে ৮০০ কৃষকের মাঝে নারকেলের চারা বিতরণ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে জুন ২০২৫ রাত ০৯:১৮

remove_red_eye

২৮৮

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারকেল গাছের চারা বিতরণ করা হয়েছে। 
শনিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি অফিসের হলরুমে ৮০০ কৃষকের মাঝে ৫টি করে মোট চার হাজার গাছের চারা বিতরণ করা হয়।
২০২৪-২০২৫ অর্থবছরে খরিপ-২ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ।
এ ছাড়াও এ সময় লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্যাহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদি হাসানসহ সংশ্লিষ্ট দফতরের অন্যান্য কর্মকর্তা এবং উপকারভোরগী কৃষকরা উপস্থিত ছিলেন।


লালমোহন মোঃ ইয়ামিন