অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


বৈরী আবহাওয়ার কারণে ভোলা- লক্ষ্মীপুর নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ সি-ট্রাক বন্ধ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে জুন ২০২৫ সন্ধ্যা ০৭:৪৮

remove_red_eye

৯১

যাত্রীদের ভোগান্তির, নিষেধাজ্ঞা অমান্য করে চলেছে ট্রলার 

বাংলার কণ্ঠ প্রতিবেদক: মৌসুমী বায়ুর  প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ও থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। সমুদ্রে নিন্মচাপের কারণে ৩ নম্বর সতর্ক সংকেত জারি থাকায় গত তিন দিন ধরে ভোলা- লক্ষ্মীপুর নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। আজ শুক্রবার ভোর থেকে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় কয়েক হাজার যাত্রী পড়েছেন চরম বিপাকে। সকাল থেকেই ভোলার ইলিশা লঞ্চ ঘাটে দেখা গেছে নারী-শিশু, বৃদ্ধসহ কয়েক হাজার যাত্রী অপেক্ষা করেন গন্তব্যে পৌঁছানোর আশায়। কিন্তু লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তির শেষ নেই।  অনেক যাত্রী নিষেধাজ্ঞা অমান্য করে নিরুপায় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই রুটে ছোট ছোট ট্রলার এবং স্প্রিট বোটে যাত্রী পাড়াপাড় করেছে। এতে করে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোর থেকে ভোলার ইলিশা ফেরি ও লঞ্চঘাটে ছিলো যাত্রীদের উপচেপড়া ভীর। কিন্তু লঞ্চ ও সি-ট্রাক ঘাটে বাঁধা থাকলেও যাত্রী পার করেনি। যাত্রীরা বৈধ লঞ্চ-সিট্রাকের সঙ্গে নোঙর করা অবৈধ ট্রলারে যাত্রী পার হচ্ছে। এসব ট্রলারে অতিরিক্ত টাকা  ভাড়া নিচ্ছে। কিন্তু এসব ট্রলারের ওপরে কোনো ছাউনী নেই। বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে এদের দেড়-দুই ঘন্টার উত্তাল নৌপথ পাড়ি দিতে হচ্ছে।
অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। যাত্রীরা অভিযোগ করেন, আমরা ভোলার মানুষ এমনিতেই অবহেলিত। আমাদের কাজকর্ম আছে। আমরা অনেকেই চট্টগ্রামে কোম্পানীতে কাজ করি। আমাদের সময়মতো যোগদান করতে হবে। এ কারণে আমরা ভোলার ইলিশা লঞ্চঘাটে এসেছি। সকাল বেলা আকাশ পরিচ্ছন্ন ছিল। কোনো ঝড়-বাতাস ছিল না। কিন্তু লঞ্চ-সিট্রাক বন্ধ । 
কিন্তু অবৈধ ট্রলার, স্পিডবোট ঠিক চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৈধ বড় লঞ্চ আটকে রেখেছে, অবৈধ ছোটগুলোকে চলতে দিচ্ছে।


আমাদের চাকরিস্থলে সময়মতো যোগ না দিলে, চাকরি থাকবে না। চাকরি না থাকলে আমাদের সংসার চলবে না। এ দায়ভার কে নেবে! 

ভোলা আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, গত বুধবার সকাল ৯টা থেকে শুক্রবার ৯টা পর্যন্ত ৬৭দশমিক ৪১মিলিমিটিার বৃষ্টিপাত হয়েছে। ঘন্টায় ৩ নটিকেল মাইল বেগে দমকা হাওয়া বইছে। সমুদ্রবন্দরগুলোতে ৩নম্বর সতর্কসঙ্কেত দেখাচ্ছে।

বিআইডব্লিউটিএর ট্রাফিক কর্মকর্তা মো: জসিম উদ্দিন জানান, নিন্মচাপের কারণে ৩ নম্বর সতর্ক সংকেত জারি থাকায়  ভোলা - লক্ষীপুর রুটে লঞ্চ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। কেউ নিয়ম ভাঙলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।" অবৈধ ট্রলার চলাচল বন্ধের জন্য তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়েছেন। 





ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলায়  যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালমোহনে সফল বরই চাষি

লালমোহনে সফল বরই চাষি

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

আরও...