অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলা জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মিলনের মায়েরর ইন্তেকাল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জুন ২০২০ রাত ০৯:৪৬

remove_red_eye

১১৭১



এইচ আর সুমন : মরহুম আলহাজ্ব মোশারফ হোসেন এর স্ত্রী ও  ভোলা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ভোলা বস্ত্র মালিক সমিতির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মিলনের মা ছালেহা বেগম (৮৫) ইন্তেকাল করেছেন । (ইন্নালিল্লাহি ...... রাজিউন )। তিনি ২৯ই জুন  সোমবার বিকাল ৫ টা ১৹ মিনিটে বার্ধক্যজনিত কারণে  চিকিৎসাধীন অবস্থায়  ঢাকা ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে ২ ছেলে ,২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুর খবরের পরিবার,আত্মীয় স্বজনদের মাঝে  শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার বাদ জোহর ভোলা গাজীপুর রোড সংলগ্ন মক্কী জামে মসজিদের সামনে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।  জানাজা নামাযের পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।