অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


তজমদ্দিনে ক্ষতিগ্রস্ত বেড়িবাধ পরিদর্শন করলেন জামায়াতে জেলা সেক্রেটারী কাজী মাওলানা হারুনুর রশিদ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে মে ২০২৫ রাত ১০:২০

remove_red_eye

১৪৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ঘুর্ণিঝড়ের আঘাতে তজুমদ্দিন উপজেলার ধ্বসে যাওয়া বাঁধ এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার সেক্রেটারী কাজী মাওলানা হারুনুর রশিদ। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
জেলা জমায়াতে ইসলামীর সেক্রেটারী কাজী হারুনুর রশিদ বেড়িবাঁধ ও ক্ষতিগ্রস্ত মানুষের বাড়িঘর পরিদর্শন করে সান্তনা প্রদান করেন। এ সময়  জামায়াত ইসলামী সবসময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে বলেও আশ্বাস প্রদান করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।





আরও...