অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় সড়কে চলাচলের উপর শর্ত প্রত্যাহারের দাবীতে মানববন্ধন বিক্ষোভ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই মে ২০২৫ সন্ধ্যা ০৭:৩৫

remove_red_eye

১৭৭

৭ দিন ধরে সিএনজি অটো চলাচল বন্ধ

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় প্রশাসনের পক্ষ থেকে সড়কে সিএনজি অটো রিকশা চলাচলের উপর শর্ত প্রত্যাহার ও আর্থিক ক্ষতি থেকে রক্ষার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। এদিকে তাদের দাবী আদায়ের লক্ষ্যে গত ৭ দিন ধরে ভোলা জেলায় সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রাখা হয়েছে। সোমবার দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সিএনজি অটো রিকশা শ্রমিক ও মালিক সমিতির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বিক্ষোভ ও মানববন্ধনে শ্রমিক ও মালিকরা  বলেন, গত ০৪মে বাস শ্রমিকদের সঙ্গে সিএনজি চালকদের দ্বন্দ্বের কারনে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় বাস শ্রমিক ইউনিয়ন। দুই দিন বাস চলাচল বন্ধ থাকার ৬মে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বাস মালিক ও শ্রমিকদের দাবির মুখে জেলা প্রশাসক সিএনজি চালকদেরকে ভোলার দক্ষিণ আইচা থেকে পরানগঞ্জ পর্যন্ত রুট নির্ধারণ করে দেন এবং পাঁচজনের স্থলে তিনজন করে যাত্রী বহন করার সিদ্ধান্ত দেন। পরানগঞ্জ থেকে ইলিশাঘাট পর্যন্ত সাত কিলোমিটার সড়কে সিএনজি চলাচল নিষিদ্ধ করা হয়। কিন্তু বিগত ১৫ বছর ধরে ভোলার দক্ষিণ আইচা থেকে ইলিশাঘাট পর্যন্ত সকল সড়কে পাঁচজন করে যাত্রী নিয়ে সিএনজি নির্বিঘ্নে চলাচল করে আসছে। কিন্তু বাস মালিক ও শ্রমিকদের দাবির প্রেক্ষিতে সিএনজি চালকদের ওপর এ অযৌক্তিক শর্ত আরোপ করা হয়েছে। অথচ পরানগঞ্জ থেকে ইলিশাঘাট পর্যন্ত এ সাত কিলোমিটার সড়কে বৈধ ও অবৈধ সকল যানবাহন চলাচল করতে পারলেও শুধু মাত্র সিএনজির জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত সিএনজি চালকদের জন্য যেমন অমানবিক তেমনি যাত্রীরাও হয়রানির শিকার হতে হবে। চরফ্যাশন ঢাকা অথবা চট্টগ্রামগামী একজন যাত্রীকে ঘাট থেকে সাত কিলোমিটার আগে নামিয়ে দেওয়া হলে সে হয়রানির শিকার হয়ে আর সিএনজিতে উঠবে না। এছাড়াও ভোলায় যে সকল সিএনজি চলাচল করে সেগুলো চলে এলপিজি গ্যাসে। তিন জন করে যাত্রী বহন করলে চালকরা লোকশান গুনতে হবে। তাই এই দুইটি শর্ত সিথিল করে সিএনজি চালকদের চলাচল নির্বিঘ্নে করার দাবি জানান ।

ভোলা জেলা সিএনজি অটো রিকশা মালিক সমিতির সভাপতি মাকসুদুর রহমান জানান,গত কয়েক দিন আগে জেলা প্রশাসক থেকে ভোলার ইলিশ থেকে পরানগঞ্জ পর্যন্ত সিএনজি চলাচলে নিষেধাজ্ঞাসহ কয়েকটি শর্তারোপ বা মৌখিক নির্দেশনা জারি করায় তারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ করেন গত ৭ দিন ধরে ভোলা জেলায় সিএনজি অটো রিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে কয়েক শত পরিবার আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে মানবেতর জীবন যাপন করছে। তাই দ্রুত প্রশাসনের শত শিথিল করার জন্য দাবী জানান। পরে বিক্ষোভকারী শ্রমিক ও মালিকদের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।





ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলায়  যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালমোহনে সফল বরই চাষি

লালমোহনে সফল বরই চাষি

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

আরও...