অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলা হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করনের দাবীতে মানববন্ধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩

remove_red_eye

১৪৯

বাংলার কন্ঠ প্রতিবেদক : প্রায় ২২ লক্ষ মানুষের চিকিৎসা কেন্দ্র ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করন,শূণ্যপদ পূরণ,সু চিকিৎসা নিশ্চিত ও দালাল মুক্ত করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে ভোলা প্রেস ক্লাবের সামনে জার্নালিষ্ট ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত হয়ে একাত্মতা ঘোষনা করেছেন।
 জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহীন কাদের এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ ট্রুম্যান, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান,জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা সুজন এর সভাপতি মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন,সাংবাদিক মোকাম্মেল হক মিলন, আল আমিন শাহারিয়ার, ইউনুস শরীফ,হেলাল উদ্দিন, মনিরুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ভোলার ২৫০শয্যা বিশিষ্ট জেলারেল হাসপাতালে যথাযথ কোনো চিকিৎসা নেই। রোগী গেলে প্রাথমিক চিকিৎসা দিয়েই ঢাকা-বরিশাল রেফার করে দেয়। অনেক সময় প্রাথমিক চিকিৎসা না দিয়েই পাঠিয়ে দেওয়া হয়। চিকিৎসকরা কোনো রকম রিস্ক নেন না। ২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালে পদ আছে ১০০শয্যা বিশিষ্ট হাসপাতালের। সে পদগুলো অধিকাংশ খালি। ৬০জন চিকিৎসকের মধ্যে আছে মাত্র ১৯জন। ৩০জন বিশেষজ্ঞ চিকিৎসকের মধ্যে আছে মাত্র ৪জন। ৯৬জন স্টাফনার্সের মধ্যে আছে ৩০জন। অর্থাৎ তিনভাগের দুইভাগ পদই খালি।বক্তারা বলেন, বিকেল বা সন্ধ্যার পরে ভোলায় কোনো রোগী অসুস্থ্য হলে তার পরিবারের আর দুর্ভোগের শেষ থাকে না। কারণ ভোলা থেকে রোগী নিয়ে বাইরের জেলায় যাওয়া যে কতো কষ্ট, তা রোগীর পরিবারই বলতে পারেন।   বক্তারা বলেন, বিকেল বা সন্ধ্যার পরে ভোলায় কোনো রোগী অসুস্থ্য হলে তার পরিবারের আর দুর্ভোগের শেষ থাকে না। কারণ ভোলা থেকে রোগী নিয়ে বাইরের জেলায় যাওয়া যে কতো কষ্ট, তা রোগীর পরিবারই বলতে পারেন। আর গরীব রোগীতো কথাই নেই। তাকে হয় বেসরকারি সংস্থা থেকে ঋণ নিতে হয়, নইলে হাস-মুগি, গরু-ছাগল, সোনাদানা নইলে জমি বিক্রি করে রোগীর চিকিৎসা করাতে হয়।
বক্তারা আরো বলেন, এ অবস্থায় ভোলার হাসপাতালটিকে মেডিকেল কলেজ হাসপাতালে উন্নীত করা সময়ের দাবি। কারণ ভোলায় এখনও বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হচ্ছে। এই মৃত্যু নিয়ে রোগীর স্বজনরা ক্ষুব্ধ হয়ে চিকিৎসকের ওপর চড়াও হচ্ছে। যা আমাদের কাঙ্খিত না। চিকিৎসকের পদগুলো পূরণ থাকলে এ সমস্যা হতো না। মেডিকেল কলেজ হাসপাতাল হলে এ সমস্যা দ্রুতই শেষ হতো। মানববন্ধন শেষে জার্নালিস্ট ফোরামের উদ্যোগে প্রশাসনের কর্মকর্তাদের কাছে কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।





তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন, ঢাকা–১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন আন্দালিভ পার্থ

তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন, ঢাকা–১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন আন্দালিভ পার্থ

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ

সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’

ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ

ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ

ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন

ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন

আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা

আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা

ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান

২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান

আরও...