অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৮ই এপ্রিল ২০২৫ | ২৫শে চৈত্র ১৪৩১


ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে ভোলায় জামায়াতের বিক্ষোভ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৫ রাত ১০:১৩

remove_red_eye

৩১




বাংলার কণ্ঠ প্রতিবেদক ॥ যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়তে ইসলামী ভোলা জেলা।  সোমবার ভোলা শহরের হাটখোলা মসজিদ চত্বর থেকে জামায়াতে ইসলামীর  বিক্ষোভ মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ করে বোর্ডিং মসজিদ সংলগ্ন পোস্ট অফিসের কাছে  এসে শেষে হয়।

বিক্ষোভ-পূর্ব সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক সমঝোতায় যুদ্ধবিরতি বন্ধ হয়েছিল। কোন কারণ ছাড়াই ইসরায়েলি বর্বর বাহিনী চুক্তি ভঙ্গ করে নিরস্ত্র গাজার মুসলমানদের উপর হামলা করে। এতে প্রতিদিন নারী শিশুসহ হাজার হাজার মুসলমান শহীদ হচ্ছেন। খাদ্য, পানির অভাবে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। গাজার মুসলমানদের উপর এ ধরনের বর্বর আচরণ আর সহ্য করা হবে না। বিশ্ব মুসলিম এখনী জেগে ওঠার সময়। বর্বর বাহিনীকে এখনই থামিয়ে দেয়ার সময়। পাশাপাশি আমরা আল্লাহর কাছে আবেদন করছি আবাবিল পাখি দিয়ে ইসরায়েলি বর্বর বাহিনীকে ধ্বংস করে মাধ্যমে গাজার মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করুন। এ সময় বক্তারা ইসরায়েলি সকল পণ্য বর্জনের ঘোষণা দেন। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসাইন, নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্বাস উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন মনির, সদর আমীর মাওলানা কামাল হোসেন, পৌর নায়েবে আমীর মোহাম্মদ রুহুল আমনসহ জেলা নেতৃবৃন্দ।
 বিক্ষোভ সমাবেশে দলীয় নেতাকর্মী ছাড়াও হাজার হাজার সাধারণ জনগণ অংশ গ্রহণ করেন।