অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৪ই এপ্রিল ২০২৫ | ১লা বৈশাখ ১৪৩২


নাজিউর রহমান মন্জুর স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

৪১

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার কৃতি সন্তান আধুনিক ভোলার রূপকার অবিভক্ত  ঢাকা সিটির প্রথম মেয়র সাবেক মন্ত্রী মরহুম নাজিউর রহমান মন্জুর এর ১৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নাজিউর রহমান কলেজে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলেজ অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে  রবিবার বেলা ১১ টায় শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এসময় কলেজের প্রতিষ্ঠাতা মরহুম নাজিউর রহমানের কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করেন উপাধ্যক্ষ পীযুষ কান্তি হালদার, সহকারী অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক কামাল হোসেন শাহীন প্রমূখ। 
এসময় বক্তারা বলেন, অবহেলিত দ্বীপজেলা ভোলার শিক্ষা,  স্বাস্থ্য, যাতায়াতসহ সকল ক্ষেত্রে নাজিউর রহমান মন্জুর অবদান রয়েছে। শিক্ষা বিস্তারে তিনি নাজিউর রহমান কলেজ, রেবা রহমান কলেজের পাশাপাশি স্কুল মাদ্রাসা মিলিয়ে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। ডায়ের
 কবলিত জেলায় গ্রামে গ্রামে গভীর নলকূপ বসিয়ে ডায়রিয়ার প্রকোপ থেকে ভোলাবাসীকে রক্ষা করেছেন। এছাড়া ভোলা চরফ্যাশন সড়ক, বাস টার্মিনাল, বাসস্টান্ড - খেয়াঘাট সড়ক, ভেলুমিয়া সড়কসহ অসংখ্য রাস্তা-ঘাট, পুল কালভার্ট নির্মাণ করে জেলার যাতায়াত ব্যাবস্থয়া অভূতপূর্ব পরিবর্তন আনেন। শিশুপার্ক,  সার্কিট হাউজ, জেলা প্রশাসক ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণের পাশাপাশি সৌন্দর্য বর্ধনমূলক অসংখ্য কাজ করে অবহেলিত দ্বীপ ভোলাকে আধুনিক ভোলায় রূপান্তরিত করেন। যতদিন ভোলা থাকবে ততদিন নাজিউর রহমান মন্জুর এর নাম ভোলাবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলেও মন্তব্য করেন বক্তারা।
পরে পরাণগঞ্জ তালুকদার বাড়ীর মসজিদের ঈমাম সাহেব দোয়া মোনাজাত পরিচালনা করেন।