অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় তিন ব্যাংকারসহ আরো ১৭ জন করোনা আক্রান্ত


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৮ই জুন ২০২০ সন্ধ্যা ০৭:৫৩

remove_red_eye

১২৩২

অচিন্ত্য মজুমদার :: ভোলায় তিন ব্যাংক কর্মকর্তা ও হাসপাতাল কার্যালয়ের প্রধান সহকারী সহ নতুন করে আরো ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরা মধ্যে সদর উপজেলার ১৪ জন, ২ জন বোরহানউদ্দিন উপজেলায় ও একজন দৌলতখান উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৬৭ জনে। আজ বৃহস্পতিবার বিকেলে সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন।

জানাযায়, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় নারীসহ উত্তরা ব্যাংকের ২ কর্মকর্তা ও ভোলা জেনারেল হাসপাতাল কার্যালয়ের প্রধান সহাকারী ও দৌলতখান উপজেলায় সোনালী ব্যাংকের এক কর্মকর্তা রয়েছেন।    

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় এ পর্যন্ত ১৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৩ জন। মৃত দু'জন বাদে বর্তমানে আক্রান্ত আছেন ১২১ জন। সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৮০ জনের মধ্যে সুস্থ ২৩ জন। দৌলতখানে আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ ২ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ২৩ জনের মধ্যে সুস্থ ৩ জন। লালমোহনে আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ ২ জন। চরফ্যাশনে আক্রান্ত ২৪ জনের মধ্যে সুস্থ ৪, মনপুরা উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ ৭ এবং তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪ জনের মধ্যে সুস্থ ২ জন। আক্রান্তদের নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় তিন জনের মৃত্যু হয়েছে।

এদিকে সিভির সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, এ পর্যন্ত  ভোলা থেকে ২ হাজার ৮৭৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ২ হাজার ৫১১ জনের। এর মধ্যে ২ হাজার ৩৪৪ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ১৬৭ জনের পজেটিভ আসে।