অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫ | ১৩ই চৈত্র ১৪৩১


জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে পরানগঞ্জ বাজারে রেলি ও আলোচনা সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই মার্চ ২০২৫ বিকাল ০৩:৪২

remove_red_eye

৮৫

মো:আমির হোসাইন : ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উপলক্ষে, ঘূর্ণিঝড়/ দুর্যোগ পূর্ব প্রস্তুতি ও সচেতনতা বিষয়ক রেলি এবং আলোচনা সভা পরানগঞ্জ বাজারে গত সোমবার স্থানীয় স্বেচ্ছাসেবকদের আয়োজনে রেলিও আলোচনা সভা বিকেলে অনুষ্ঠিত হয়েছে। রেলি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কাচিয়া ও রাজাপুর ইউনিয়নের পুরুষ ও নারী স্বেচ্ছাসেবকগণ। তাছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবছর জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের স্লোগান ছিলো, "দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচাও প্রাণ, কমাও ক্ষয়ক্ষতি" স্বেচ্ছাসেবকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা বলেন, রাজাপুর ও কাচিয়া ইউনিয়নে দুর্যোগ মোকাবিলায় ২৫ টি সাইক্লোন সেন্টার কাম ইস্কুলে উন্নয়ন সংস্থা জাগোনারী স্টার্ট নেটওয়ার্কের এর সহযোগিতায় একটি প্রকল্পের আওতায় সেল্টার পিছু পানি রাখার জার ২০ লিটারের পাঁচটি, স্যানিটারী ন্যাপকিন ১০ পিস, গোসল ও হাত ধোয়ার জন্য ১০ টি সাবান, হুইল চেয়ার ১ টি, স্ট্রাচার ১ টি,মোমবাতি ৫০ টি, ব্যাগ ১ টি, ও প্রাথমিক চিকিৎসার জন্য, দুইটি বাক্স জিনিস পত্র সহ প্রদান করেছে। তাছাড়া কাচিয়া ও রাজাপুর ইউনিয়নের ৫৪ জন স্থানীয় যুব স্বেচ্ছাসেবক দুর্যোগে দ্রুত সাড়াদানের উপর প্রশিক্ষণ পেয়েছে উক্ত প্রকল্পটি থেকে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকগণ এই অনুষ্ঠানে, আগামী দিনের দুর্যোগ মোকাবেলায় তাদের অঙ্গীকার ব্যাক্ত করেন।





আরও...