অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ১৮ই জুন ২০২০ রাত ১২:২৫
১২৩০
অচিন্ত্য মজুমদার:: জনপ্রশাসন মন্ত্রনালয়ের নির্দেশনা না পাওয়ায় ভোলায় জোনভিত্তিক লকডাউন কার্যকর করতে আরো কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক। গতকাল বুধবার রাতে তিনি এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, লকডাউন যেনো কাগজে-কলমে না হয় সে লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে বাস্তব সম্মত একটি মেপিং করে জেলার ৭ উপজেলার ৪৩টি নির্দিষ্ট এলাকাকে “রেড জোন” ও ১১টি এলাকাকে “ইয়োলো জোন” হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত মঙ্গলবার জনসংখ্যার আনুপাতিক হারে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর উপর ভিত্তি করে ভোলাকে তিনটি জোনে ভাগ করে এ সংক্রান্ত একটি প্রতিবেদন মহা-পরিচালক স্বাস্থ্য অধিদপ্তরে বরাবর পাঠানো হয়েছে। পরবর্তিতে মন্ত্রনালয় থেকে নির্দেশনা এলে লকডাউন বাস্তবায়নের প্রস্তুতি শুরু হবে। এসময় মাইকিংসহ নানা উপায়ে রেড জোনের এলাকার নাম এবং সে সব এলাকায় লকডাউন কার্যকর করার বিষয়টি সংশ্লিষ্ট এলাকাবাসীকে জানিয়ে দেয়া হবে।
তিনি আরো জানান, রেড, ইয়োলো ও গ্রিন জোন ঘোষণা বা পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। পরিস্থিতি বিবেচনায় নিয়েই যখন যা প্রয়োজন তা করা হবে এবং স্থানীয় কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করবে।
জেলা প্রশাসন সূত্র জানায়, ঢাকার বাইরে গড়ে ১০ হাজারে ১জন বা এক লাখে ১০জন করোনা রোগি সনাক্ত হলে সেই এলাকাকে রেড জোন হিসেবে ঘোষনার জন্য নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। এই নির্দেশনার পর ভোলার সিভিল সার্জন একটি প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী নির্দেশনার জন্য মহা পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর বরাবর প্রেরণ করেছেন।
জেলায় রেড (লাল) জোন এলাকা সমূহ: ভোলা সদর উপজেলার ভোলা পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড। এছাড়া বাপ্তা ইউনিয়নের ১নং ওয়ার্ড, শিবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড, আলীনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড, চরসামাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ও উত্তর দীঘলদি ইউনিয়নের ২নং ওয়ার্ড, দৌলতখান উপজেলার দৌলতখান পৌরসভার ২ ও ৪ নং ওয়ার্ড। এছাড়া উত্তর জয়নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড, বোরহানউদ্দিন উপজেলার বোরহানউদ্দিন পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ড। এছাড়া গঙ্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড, লালমোহন উপজেলার লালমোহন পৌরসভার ২, ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ড। এছাড়া কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ড, চরভূতা ইউনিয়নের ১নং ওয়ার্ড ও লালমোহন ইউনিয়নের ৩নং ওয়ার্ড। চরফ্যাশন উপজেলার চরফ্যাশন পৌরসভার ১, ৩, ৪, ৫, ৬ ও ৯নং ওয়ার্ড। তাছাড়া আমিনাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড, আব্দুল্লাহপুর ইউনিয়নের ১নং ও ৩নং ওয়ার্ড, আবুবকরপুর ৩নং ওয়ার্ড এবং মনপুরা উপজেলায় দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড। এই ৪৩টি ওয়ার্ডের নির্দিষ্ট কিছু স্থানকে রেড জোন ঘোষণা করে লকডাউনের আওতায় আনা হবে।
অপরদিকে ইয়োলো (হলুদ) জোন এলাকা সমূহ : ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৩নং ওয়ার্ড, ভেদুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ও পূর্ব ইলিশা ইউনিয়নের ৩নং ওয়ার্ড। লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড, চরভূতা ইউনিয়নের ৩নং ওয়ার্ড, লালমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ড এবং পশ্চিম চর-উমেদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড। চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের ২নং ওয়ার্ড ও নীল কমল ইউনিয়নের ২নং ওয়ার্ড। তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ড। এসব এলাকার মানুষ জরুরি প্রয়োজনে বের হলে সকলকে আবশ্যকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও যথাযথভাবে মাস্ক পরিধান করতে হবে। এছাড়া প্রকাশ্য স্থানে বা গণজমায়েত করা যাবে না।
এছাড়া জেলার বাকি এলাকা সমূহ গ্রিন (সবুজ) জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলার ৭টি উপজেলাকে ইউনিয়ন ভিত্তিক এবং পৌরসভায় ওয়ার্ড ভিত্তিক করোনা সংক্রমণের সংখ্যার উপর ভিত্তি করে এই তিনটি রঙ দ্বারা বিভাজন করা হয়েছে। বিভাজনে যে ইউনিয়ন বা ওয়ার্ড করোনায় খুব বেশি সংক্রমিত বলে তথ্য রয়েছে, সেগুলোকে 'রেড জোন' বা লাল চিহ্নিত এলাকা, যে ইউনিয়ন বা ওয়ার্ড মাঝারি পর্যায়ে সংক্রমিত বলে তথ্য পাওয়া গেছে সেগুলোকে 'ইয়লো জোন' বা হলুদ চিহ্নিত এলাকা এবং যে ইউনিয়ন বা ওয়ার্ডে করোনা একেবারে সংক্রমিত হয়নি সেগুলোকে নিরাপদ রাখতে গ্রিন জোন বা সবুজ চিহ্নিত এলাকা হিসেবে বিভক্ত করা হয়েছে।
ভোলার জেলা সিভিল সার্জন অফিস জানায়, বুধবার পর্যন্ত জেলায় মোট ১৫৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। আর সুস্থ হয়েছে ৪৩ জন।
ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ
সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন
গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’
ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
বাবার সঙ্গে ভোটার হচ্ছেন জাইমা রহমান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক