অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫ | ১৩ই চৈত্র ১৪৩১


ভোলায় মৎস্য চাষ বিষয়ক স্মার্ট প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৫ বিকাল ০৩:৫৪

remove_red_eye

৪১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় দিনব্যাপী মৎস্য চাষ বিষয়ক স্মার্ট প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর স্মার্ট প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ কর্মশালার আয়োজন করে।
বৃহস্পতিবার সকালে কর্মশালার উদ্বোধন করেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরীফুল হক। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হাসনাইন পারভেজ।
জিজেইউএস-এর পরিচালক (মাইক্রোফাইন্যান্স) হুমায়ুন কবীরের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন পরিচালক (লিগ্যাল ও প্রোগ্রাম) অ্যাডভোকেট বীথি ইসলাম এবং উপ-পরিচালক ডা. খলিলুর রহমান। মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্প সম্পর্কে অবহিত করেন টেকনিক্যাল অফিসার তাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-পরিচালক গোপাল চন্দ্র শীল। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ডা. তরুণ কুমার পালসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রকল্পটি ভোলা ও বরিশালের ৯টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। কর্মশালায় মৎস্য চাষি, মৎস্য উদ্যোক্তা এবং এই খাতের অন্যান্য অংশীজনরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মৎস্য চাষে আধুনিক প্রযুক্তি, জলবায়ু সহনশীল মৎস্য চাষ, পরিবেশবান্ধব কৌশল এবং স্মার্ট প্রকল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এই প্রকল্পের মাধ্যমে মৎস্য খাতের উদ্যোক্তারা উন্নত প্রশিক্ষণ, পরিবেশ ক্লাব প্রতিষ্ঠা, প্রদর্শনী, বাজার উন্নয়ন, মাছ ধরার নৌকা আধুনিকায়ন, ভ্যালু অ্যাডেড খাবার তৈরি, অনলাইন বাজার তৈরি এবং দিকনির্দেশনা পেয়ে তাদের মাছ চাষ ও বাজার ব্যবস্থাপনার কার‌্যকারিতা বৃদ্ধি করতে পারবেন বলে আশা করা হচ্ছে।





আরও...