অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫ | ১৩ই চৈত্র ১৪৩১


ভোলায় দুর্যোগ মোকাবেলায় সাইক্লোন শেল্টারে এনএফআই এর উপকরণ বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই মার্চ ২০২৫ রাত ১০:৩১

remove_red_eye

২৩০

মোঃ আমির হোসাইন : ভোলা সদর উপজেলায় ১নং রাজাপুর ও কাচিয়া ইউনিয়নে দুর্যোগ মোকাবেলায় এনএফআই গত বৃহস্পতিবার উপকরণ বিতরণ করা হয়েছে, ভোলা সদর উপজেলার অডিটোরিয়াম হল রুমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাগোনারী প্রধান নির্বাহী পরিচালক, হোসনে আরা হাসি। বিশেষ অতিথিতির মধ্যে উপস্থিত ছিলেন , উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক অফিসার মো: তরিকুল ইসলাম, পি আই ও মো:জিয়াউর রহমান, উপজেলা সমবায় অফিসার ও কাচিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, মিজানুর রহমান,সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও রাজাপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ এজাজুল হক।

রাজাপুর ও কাচিয়া ইউনিয়নে দুর্যোগ মোকাবিলায় ২৫ টি সাইক্লোন শেল্টার ও কাম ইস্কুলে, সংরক্ষিত রাখার জন্য, এ উপকরণ গুলো বিতরণ করা হয়েছে, উপকরনগুলো হল, পানি রাখার যার ২০ লিটারের পাঁচটি, স্যানিটারী ন্যাপকিন ১০ পিজ, গোসল ও হাত ধোয়ার জন্য ১০ টি সাবান, হুইল চেয়ার ১ টি, স্ট্রেচার ১ টি,মোমবাতি ৫০ টি, ব্যাগ ১ টি, ও প্রাথমিক চিকিৎসার জন্য, সামগ্রী দুইটি বাক্স জিনিস পত্র সহ। মোট ৯ টি আইটেমের জিনিসপত্র দেওয়া হয়েছে।
এতে প্রায় ১৫  হাজার শিশু, নারী, পুরুষ, প্রতিবন্ধী দের উপকারে আসবে।
সহযোগিতায় : স্টার্ট   নেটওয়ার্ক।
বাস্তবায়নে : জাগোনারী।





আরও...