অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৬শে মার্চ ২০২৫ | ১২ই চৈত্র ১৪৩১


ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি অস্ত্রসহ এক যুবক আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা মার্চ ২০২৫ বিকাল ০৪:১৭

remove_red_eye

৬০

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গুলি ও ধারালো অস্ত্রসহ মোঃ নাজিম উদ্দিন নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। আজ সোমবার বেলা ১১ টায় ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন)  লে: সাব্বির এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোষ্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১০ টার দিকে  বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন, পুলিশ ও ভোলা মাদক দ্রব্য অধিদপ্তর এর সমন্বয়ে ভোলা সদর উপজেলার মধ্য বাপ্তা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে সন্ত্রসী মোঃ নাজিম উদ্দিন (৪০)কে আটক করা হয় । এসময় উক্ত তল্লাশী করে ২ টি দেশীয় আগ্নেয়াত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ১ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীকে জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।