অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৬শে মার্চ ২০২৫ | ১২ই চৈত্র ১৪৩১


চরফ্যাশনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে জামায়াতের বিক্ষোভ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:৫৯

remove_red_eye

৫৪

ইসরাফিল নাঈম, চরফ্যাশন: মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভোলার চরফ্যাশনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আছর নামাজের পর চরফ্যাশন কেন্দ্রীয় খাসমহল মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে চরফ্যাশন পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে করে ন্যাশনাল ব্যাংকের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসাইন। তিনি বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সেহেরী ও ইফতার করতে পারে, সে জন্য প্রয়োজনে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে হলেও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে।
 
বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানিয়ে ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে জামায়াতে ইসলামী'র এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রমজানে দিনের বেলা চরফ্যাশনের সকল হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। সমাজে অশ্লীলতা বন্ধ করতে হবে। কোনো ব্যবসায়ী এমন কোনো কাজ করবেন না, যেটি মুসলমানদের ইমান আকিদার বিরুদ্ধে যায়।
 
এসময় পৌর আমীর অধ্যাপক মামুন আলমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন, ভোলা জেলা জামায়াতে ইসলামী'র সেক্রেটারী কাজী মাওলানা হারুন অর-রশিদ।