অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫ | ১৩ই চৈত্র ১৪৩১


ভোলা সরকারি স্কুল খেলার মাঠ রক্ষার দাবীতে মানববন্ধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:৩৯

remove_red_eye

৪৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা শহরের শত বছরের ঐতিহ্যবাহী সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অপরিকল্পিত ভাবে একের পর এক ভবন নির্মাণ বন্ধ ও খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোলা খেলার মাঠ স্বার্থ রক্ষা কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে খেলোয়াড়, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, খেলোয়ার নজরুল হুদা গোফরান, সাবেক শিক্ষার্থী কামাল হোসেন, নিয়াজ মোর্শেদ, ইমাম মেহেদী প্রমুখ। এ সময় বক্তারা মাস্টারপ্ল্যান ছাড়া সব ধরনের নির্মাণকাজ বন্ধের দাবি জানান এবং দাবি মানা না হলে প্রয়োজনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এসময় বক্তারা বলেন, বিদ্যালয়ের মূল কম্পাউন্ডে যথেষ্ট জায়গা থাকলেও শিক্ষা অধিদপ্তর মাঠে ভবন নির্মাণের পরিকল্পনা করছে, যা খেলার পরিবেশ নষ্ট করবে। তারা আরো বলেন, ভোলায় খেলাধুলার জন্য উন্মুক্ত জায়গা কম, এই মাঠেই ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। তাই মাঠ রক্ষায় সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।





আরও...