অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫ | ১৩ই চৈত্র ১৪৩১


ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ১২:২৭

remove_red_eye

৮১

 

বাংলার কন্ঠ প্রতিবেদক।। ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ (মঙ্গলবার) বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বার্ষিক সাংস্কৃতিক কমিটির সভাপতি এ.কে.এম ছালেহউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, মোঃ বেলাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন ভোলা অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) রিপন চন্দ্র সরকার। এসময় বক্তারা, শিক্ষার্থীদের প্রতি লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম চালিয়ে যাবার আহবান জানান। বিদ্যালয়ের পক্ষ থেকে ভবিষ্যতেও এমন আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক 

এ.কে.এম ছালেহউদ্দিন নিজ স্কুলের সফল কর্মকান্ড তুলে ধরেন তার বক্তব্যে।

সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যা দিনব্যাপী চলে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের এক মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় চমৎকার নাচ, গান ও কবিতা আবৃত্তি উপভোগ করেন শিক্ষার্থী ও দর্শকরা। 

বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা লেডিস ক্লাবের সভানেত্রী মোসাম্মদ পাপিয়া খাতুন, এবং বিশেষ অতিথি ছিলেন ভোলা পুলিশ নারীকল্যাণ সমিতির (পুনাক),সভানেত্রী রোখসানা সুলতানা। দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধার প্রশংসা করেন তারা।

ভোলার জনপ্রিয় শিল্পী উত্তম ঘোষ ও তবলা বাদক ভাস্কর মজুমদার এর সহযোগিতায় অনুষ্ঠানে দলীয় ও একক সঙ্গীত, আবৃত্তি পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থী সিয়েনা তাসকিয়া, অহনা, অঙ্কিতা পাল, বিজয়া, সানজিদা, মেধা, পিউ, জিসাসহ আরও অনেকে। এছাড়া শিক্ষার্থীদের অসাধারণ নৃত্য পরিবেশনা মুগ্ধ করেছে উপস্থিত দর্শকদের। দিনব্যাপী অনুষ্ঠান উপস্থাপনা করেন বিদ্যালয়ের শিক্ষক শারমিন জাহান শ্যামলী ও জান্নাতুল ফেরদৌস ইতি। 

বিদ্যালয়টি ১৯২৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও সৃজনশীল চর্চায় বিশেষ ভূমিকা রেখে আসছে। বার্ষিক এ আয়োজন বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে অভিভাবক ও অতিথিরা মত প্রকাশ করেন।





আরও...