অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫ | ১৩ই চৈত্র ১৪৩১


লালমোহনে মা সমাবেশ ও শ্রেষ্ঠ মা, শ্রেষ্ঠ শিক্ষার্থীকে সম্মাননা ড্রেস বিতরণ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:০৯

remove_red_eye

৫৭

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহনে শিক্ষার মানন্নোয়ন ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মা  সমাবেশ ও শ্রেষ্ঠ মা, শ্রেষ্ঠ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান এবং স্কুল ড্রেস বিতরণ  অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার চরভূতা  ইউনিয়নের আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোসলে উদ্দীনের সভাপতিত্বে ও  আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমানের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বিশিষ্ট সমাজ সেবক মো. আশ্রাফ উদ্দিন সিং 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সন্তানকে স্কুলে পাঠানো পর্যন্তই অভিভাবকদের দায়িত্ব-কর্তব্য শেষ নয়।সন্তানের বিষয়ে সার্বক্ষণিক তদারকি ও নজরদারি করতে হবে প্রতিটি অভিভাবককে। তাহলেই সন্তানরা সঠিক পথে এগিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, মমতাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবাকর চন্দ্র রায়। 
এসময় অন্যান্যদের মধ্যে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ মা,  শ্রেষ্ঠ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান ও প্রধান অতিথির নিজস্ব তহবিল থেকে ৮জন গরীব শিক্ষার্থীর মাঝে  স্কুল ড্রেস বিতরণ করা হয়।

 





আরও...