অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫ | ১৩ই চৈত্র ১৪৩১


ভোলায় ভুয়া এনএসআই সদস্য আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৫৪

remove_red_eye

৪৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় এনএসআই পরিচয়দানকারী জয় চন্দ্র দে (২৬) নামে এক ব্যক্তি কে আটক করেছে পুলিশ । আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে  আটক করা হয়।
আটককৃত ভুয়া এনএসআই জয় চন্দ্র দে বাপ্তা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত হারাধন চন্দ্রের ছেলে।

এঘটনায় আজ বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান,জয় চন্দ্র দে নামের ওই ব্যাক্তি এনএসআই সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষ কে বিভিন্ন সরকারী দপ্তর, বে-সরকারি প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে আসছিলো। সর্বশেষ ভোলা শহরের বাসিন্দা সেলিম মৃধা কে চাকরী দেওয়ার নাম করে ১লক্ষ ২৫ হাজার হাতিয়ে নেয়।
পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোলায় কর্মরত এনএসআই সদস্যসহ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি আরো জানান,আটককৃত ভুয়া এনএসআইর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।





আরও...