অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫ | ১৩ই চৈত্র ১৪৩১


রাজাপুরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:২৪

remove_red_eye

১৩৩

মো: আমির হোসাইন, রাজাপুর থেকে: ভোলা সদর উপজেলার ১নং রাজাপুর ইউনিয়ন পরিষদে হলরুমে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে গত শনিবার। সভায় সভাপতিত্ব করেন ১ নং রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপি'র মূল দলের সভাপতি মেম্বার মো: শাহজাহান বেপারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপুর ইউনিয়নের মূল দলের সাধারণ সম্পাদক মো: ফিরোজ আখতার রুমি, ১ নং রাজাপুর ইউনিয়নের ছাত্রদলের প্রাক্তন সভাপতি আরিফুল ইসলাম কামাল, প্রাক্তন সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান মিজান, রাজাপুর ইউনিয়নের সেক্রেটারি মোঃ আলাউদ্দিন, মতবিনিময় সবায় বিএনপি'র ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের সভাপতি জয়নাল আবদ্বীন পন্ডিত , সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ওরফে দলু জমাদার,৫নং ওয়ার্ডের সভাপতি মোঃ মাইনুদ্দিন দফাদার, সাধারণ সম্পাদক মো: কোবির হোসেন মৃধা, ৮ নং ওয়ার্ডের সভাপতি শহিদুল ইসলাম বেপারী, ৯ নং ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান হারুন, ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় কারণে সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দায়িত্ব কর্তব্য নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এবং সবার শেষে গ্রাম আদালতের উপর নাটিকা প্রদর্শন করা হয়। সভায় সঞ্চালনায় দায়িত্ব পালন করেন গ্রাম আদালত সক্রিয় করন (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃরিয়াজ মোর্শেদ। সভাটি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহযোগিতায়।





আরও...