অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫ | ১৩ই চৈত্র ১৪৩১


ভোলায় ২১শে প্রথম প্রহরে শহীদ বেদিতে সর্বস্তরের মানুষের ঢল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:৫৩

remove_red_eye

৭১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের পরম শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাত ১২টা ১ মিনিটে ২১শের প্রথম প্রহরে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হন নানা শ্রেণি-পেশার মানুষ ও বিভিন্ন সংগঠন।

এ সময় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পুষ্পস্তবক অর্পণ শুরু হয়। প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। এরপর একে একে পুলিশ সুপার, বিএনপি, বিজেপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ দীর্ঘলাইনে দাঁড়িয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষাশহিদদের। এছাড়া আজ ভোরে প্রভাত ফেরীর পাশাপাশি দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রয়েছে।





আরও...