অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫ | ১৩ই চৈত্র ১৪৩১


রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৬২ তম বার্ষিক্রিয়া ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ১০:৫৭

remove_red_eye

৩৪৯

মোঃ আমির হোসাইন, রাজাপুর থেকে: ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের " ঐতিহ্যবাহী রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬২-তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বৃহস্পতিবার অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কবির উদ্দিন খান । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপুরের কৃতি সন্তান ও ঢাকা পিজি হাসপাতালের সহকারী পরিচালক বিশিষ্ট সমাজসেবক মো: রুহুল আমিন মাতব্বর। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- সুস্থ দেহ ও মনের জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা যায়।তাই প্রত্যেক বিদ্যালয়ের সবসময়ই এইরকম প্রতিযোগিতা আয়োজন করা প্রয়োজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপুরের আরেক কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এর ভোলা জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম জমাদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল জলিল মাস্টার, তৈয়বা খাতুন মডেল একাডেমীর প্রধান শিক্ষক মো:রিয়াজ উদ্দিন রাজু স্যার সহ বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষক বৃন্দ এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। ক্রিয়া অনুষ্ঠানে মোট ৪০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অতঃপর বিকালে ইসলামী সংগীত,কবিতা আবৃত্তি, গান,নৃত‍্যসহ মনোজ্ঞো সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মাওলানা সালাউদ্দিন, স‍্যার ও বি,এস-সি শিক্ষক মোঃ হেলাল উদ্দিন,প্রমুখ।





আরও...