অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫ | ১৩ই চৈত্র ১৪৩১


রাজাপুরে সিপিপি স্বেচ্ছাসেবকদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই ফেব্রুয়ারি ২০২৫ রাত ১০:০৯

remove_red_eye

১৩৪

মো: আমির হোসাইন, রাজাপুর থেকে : ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সিপিপি (ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি) স্বেচ্ছাসেবকদের জন্য দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ গতকাল সোমবার রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা উপ-পরিচালক মো: আব্দুর রশিদ। এছাড়াও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা টিম লিডার আবুল হাসনাত তসলিম, এবং ইউনিট টিম লিডার হিসেবে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের মো: কোবির, ২নং ওয়ার্ডের মো: তাজুল ইসলাম সরদার, এবং ৩নং ওয়ার্ডের মো: শাহাবুদ্দিন। এই দুই দিনব্যাপী প্রশিক্ষণে রাজাপুর ইউনিয়নের চারটি ওয়ার্ডের মোট ৮০ জন সিপিপি স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন এবং সুশৃঙ্খলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণের আয়োজন করে সিপিপি, ভোলা সদর উপজেলা।





আরও...