অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫ | ১৩ই চৈত্র ১৪৩১


দৌলতখানে পৌন দুই কেজি ওজনের ইলিশের দাম ৭ হাজার টাকা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২৫ রাত ১০:১৯

remove_red_eye

৭৬




দৌলতখান সংবাদদাতা ॥ ভোলার দৌলতখানে এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৮০০শ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। পরে স্থানীয় পাতারখাল মাছঘাটে সর্বোচ্চ দাম হাঁকিয়ে মাছটি ৬ হাজার ৪০০ টাকায় কিনে নেন  নিরব ব্যাপারে নামে এক মাছ ব্যবসায়ী।  রবিবার বিকাল সাড়ে চারটায় দৌলতখান পাতারখাল মাছঘাটে মাছটি নিলামে বিক্রি করা হয়। দুপুরে ফারুক মাঝির জালে মেঘনা নদীতে মাছটি ধরা পড়ে।
জেলে ফারুক মাঝি জানান, মেঘনা নদীতে ইলিশ কম পাওয়া যাচ্ছে। তবে এ বছর এত বড় মাছ এই এলাকায় আর কেউ পায়নি। দুপুরে মেঘনা নদীতে  জাল ফেললে মাছটি পাওয়া যায়। পরে বিকালে পাতারখাল মাছ ঘাটে এনে নিলামে ডাকার মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। ব্যাপারী নিরব জানান, সোমবার সকালে ঢাকার সোয়ারি ঘাটে মন্টু বাবুর দিতে মাছটি বিক্রি করা হবে। তিনি আসা করেন মাছটি অধিক দামে বিক্রি করতে পারবেন।
মাছ আড়তদার হাফিজু উল্লাহ (হাবু) জানান,মেঘনা নদীতে এবার ইলিশের অকাল চলছে। এরকম ইলিশ অহরহ জেলেদের জালে ধরা পড়ে না।








আরও...