অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫ | ১৩ই চৈত্র ১৪৩১


ভোলায় ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২৫ রাত ১০:৩৭

remove_red_eye

৮৭





মোঃ মুরাদ শিকদার  ॥ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায়  বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাড়ে ৯ টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার উদ্যোগে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ হাতে  র‌্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভোলা সরকারি কলেজের সামনে  গিয়ে শেষ হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে  ৩/৪ হাজার শিবির নেতাকর্মী র‌্যালীতে অংশগ্রহণ করেন। র‌্যালী শেষে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ্ আল আমিন, সেক্রেটারি মোঃ হাসানাইন,  সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন। এসময় ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন, শিবির মেধাবী ছাত্রদের সংগঠন, প্রায় তিন শত  শিবির নেতৃবৃন্দের রক্তে বিনিময়ে দাঁড়িয়ে আছে আজকের শিবির , জুলুম নির্যাতন করে শিবিরকে অতীতেও দমানো যায়নি, ভবিষ্যতেও দমানো যাবে না। এদেশে ফ্যাসিবাদের পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা হলে ইসলামী ছাত্র শিবির তা রুখে দিবে।  
উল্লেখ্য ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ৬ জন নিয়ে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।





আরও...