অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫ | ১৩ই চৈত্র ১৪৩১


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলায় জামায়াতের প্রার্থী ঘোষণা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:৫২

remove_red_eye

১৩৪



বাংলার কণ্ঠ প্রতিবেদক ॥ রাষ্ট্রীয় প্রয়োজনীয় সংস্কার শেষে অনুষ্ঠিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলার ৪টি সংসদীয় আসনের মধ্যে ৩টিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ভোলা আদর্শ একাডেমী স্কুল এন্ড কলেজ মাঠে জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা এবং ইউনিয়নের সুরা সদস্য সম্মেলনে এ ঘোষণা করা হয়।
সম্মেলনে ভোলা-১ আসনে বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ অধ্যক্ষ নজরুল ইসলাম ,ভোলা-২ আসনে বিশিষ্ট শিক্ষাবিদ মুফতি মাওলানা ফজলুল করিম ও ভোলা-৪ আসনের অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের নাম ঘোষণা করেন জেলা আমির মাস্টার মো. জাকির হোসেন। এছাড়া  ভোলা-৩ আসনের প্রার্থী এখনো চুড়ান্ত করা হয়নি দলীয় সূত্রে নিশ্চিত করেন।
জেলা আমির মাস্টার মো. জাকির হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল।





আরও...