অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৬শে মার্চ ২০২৫ | ১২ই চৈত্র ১৪৩১


ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ,সদস্য সচিব রবিন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:৪২

remove_red_eye

৮৩




বাংলার কণ্ঠ প্রতিবেদক ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ভোলা জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নব গঠিত এই কমিটিতে মিজানুর রহমান মাসুদকে আহ্বায়ক, মুনতাসীর আলম রবিন চৌধুরীকে সদস্য সচিব ও ইয়াকুব শাহ জুয়েলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়।
গত ৬ই ফেব্রুয়ারী কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এদিকে নবগঠিত ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন।