অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৬শে মার্চ ২০২৫ | ১২ই চৈত্র ১৪৩১


ভোলায় নানা আয়োজনে জাতীয় গণগ্রন্থাগার দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:৪৬

remove_red_eye

১২৬




মোঃ মহিউদ্দিন ॥   ভোলায় নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। বুধবার সকালে দিবসটি পালন উপলক্ষে ভোলার চরনোয়াবাদ সরকারি গণগ্রন্থাগার থেকে  বর্ণাঢ্য র‌্যালী হয়েছে। পরে  ভোলা জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা সরকারি গণগ্রন্থাগার এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে  প্রধান অতিথি ছিলেন ভোলার অতিরিক্ত জেলা  ম্যাজিস্ট্রে মোবাশ্বের আলম । বিশেষ অতিথি ছিলেন,ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  রিপন চন্দ্র সরকার । ভোলার স্থানীয় সরকার বিভাগের  সহকারী কমিশনার যায়েদ হোছাইন।  অনুষ্ঠানে ভোলা জেলা তথ্য কর্মকর্তা মোঃ শাহ আব্দুর রহিম নূরন্নবীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মোঃ সবুজ খানা ।  এ সময় উপস্থিত ছিলেন, ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজের প্রভাষক ও কবি- সাহিত্যিক মোঃ মহিউদ্দিন তজুমদ্দিন সরকারি কলেজের প্রভাষক কবি মিলি বসাক , কবি প্রভাষক শাহজালাল বিল্লাহ, সহকারী অধ্যাপক কবি দিলরুবা জেসমিন ,কবি নীহার মোশারফ, কবি মোঃ শাহাব উদ্দিন শামীম, কবি আল মনির, কবি বিলকিছ জাহান মুনমুন, কবি ,সাংবাদিক নেয়ামত উল্লাহ ,জুয়েল চন্দ্র সাহা প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন ভোলা সরকারি গণগ্রন্থাগারের নিয়মিত পাঠক বৃন্দ। এদিকে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বই পাঠ , রচনা, চিত্রাংকন এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ী হন মোঃ শাহরিয়ার আতিক ,  তিথি দে , লিপু বেগম । উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী হন -- মোঃ শাহরিয়ার আতিক ,জায়মা জাহান, মোঃ জুনায়েদ ইসলাম , লিপু বেগম , মোঃ মাহবুব , আনন্দ চন্দ্র দাস । চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন- নুসরাত অরিন,মেহেরিমা মাইছুন , নিশিত কুমার নিশান , মোঃ আইয়ান, জামান,মোঃ জাহিদুল ইসলাম, তাবাসসুম চৌধুরী বুশরা , , চন্দ্রিমা।
ভোলা সরকারি গণ গ্রন্থাগারে বই পড়া নিয়ে যারা বিজয়ী হয়েছেন-- সুমাইয়া তাসনিম,  তিথি দে,  ফারদিন ফারহা , নির্ঝর কুমার নিল ।রচনা প্রতিযোগিতায় যারা বিজয়ী হলেন -- মোঃ শাহরিয়ার আতিক,  ফাতেমা তুজ জোহা , নিশাত ফারজানা প্রকৃতি। পওে বিজয়ীদেও মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।এ সময় অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন ভোলা জেলার বিশিষ্ট উপস্থাপক এবং আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু।