অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে মাঘ ১৪৩১


ভোলায় চ্যানেল এস’র সাংবাদিক মনছুরকে কুপিয়ে যখম


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৫ রাত ১০:১৮

remove_red_eye

৩২

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলায় বেসরকারি টিভি “চ্যানেল এস”এর   ভোলা জেলা প্রতিনিধি ও ভোলা স্কয়ার মেডিকেল সার্ভিস সেন্টার নামের একটি ডায়াগনস্টিক কাম হাসপাতালের মালিক ও চেয়ারম্যান মনসুর আলমকে দুর্বৃত্তরা উপর্যুপরি কুপিয়ে মারাতœক জখম করেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। শনিবার রাত ৮ টার দিকে সদর উপজেলার আলীনগর ৩ নং ওয়ার্ডের ছিফলি গ্রামে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে।

আহত মনসুর আলম জানান,  রাত আনুমানিক আটটার দিকে তার হাসপাতালের যন্ত্রপাতি কেনার জন্য নগদ দশ লক্ষ টাকা নিয়ে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাস্তায় কিছুদূর যাওয়ার পর দুর্বৃত্তরা এসে তাকে ঘিরে ধরে এবং হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে হামলাকারীদের একজনের গায়ের জ্যাকেট সাংবাদিকের হাতে চলে আসে এবং পরে পিছন থেকে প্যান্ট ধরতে গিয়ে মানিব্যাগ সাংবাদিকের হাতে চলে আসে। এদিকে সাংবাদিকের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারিরা সাংবাদিকের মাথায় এবং পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ওই মানিব্যাগের ভিতর একটি পরিচয়পত্র, সেনবাহিনীর পোষাক পরা পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, ক্যাডিটকার্ড, চাকরির পরিচয়পত্রসহ আরও কিছু কাগজপত্র পাওয়া যায়। এতে দেখা যায় নাম আনোয়ার হোসেন, পিতা আব্দুল ওদুদ, গ্রাম: ছোটআলগী, ভোলা সদর ভোলা। তিনি চট্রগ্রাম সেনানিবাসের একজন সৈনিক। এদিকে সংবাদ পেয়ে ভোলা থানার ওসি মোঃ হাসনাইন পারভেজ আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে যান।
এ বিষয়ে ভোলা থানার ওসি হাসনাইন পারভেজ সাংবাদিকদের জানান, বিষয়টি খুব গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।