অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


বিগত দিনে কোনো একটি সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারেনি : পীর সাহেব চরমোনাই


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২৬

remove_red_eye

৪২৮

ইসলামী আন্দোলন ভোলা জেলার উত্তরের দ্বিবার্ষিক সম্মেলন


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ৫৩ বছর পরে ২৪ এর জুলাই-আগস্ট বিপ্লবের কারনে বাংলাদেশের মানুষ চায় যে আমার আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি ও জাতীয় পার্টি দেখেছি কিন্তু ইসলামের কথা আমরা শুনি বাস্তবে দেখি নাই। এখন সকলের আশা-আকাঙ্খা সবাই ইসলামের সুফলটা কি এটা দেখতে চায়। যারা মুসলমান দাবি করবে তারা যদি ইসলামের নীতি আদর্শে জড়িয়ে না থাকে এইটাকে যদি পছন্দ না করে সে মুসলমান দাবি করার কোন অধিকারই নাই। অন্য ধর্মের যারা আছে তারা ইসলামের নীতি আদর্শ মানবে দুনিয়াতে শান্তির জন্য। বার বার আমাদেরকে বোকা পেয়ে ধোকা দিয়ে তারা ক্ষমতার মসনদে বসেছে।
রবিবার (০২ ফেব্রæয়ারী) বিকেলে ভোলার বাংলাস্কুল মাঠে ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আজকে যে পরিবেশ তৈরী হয়েছে আমরা চাইতেছি ইসলামের পক্ষে একটা বাক্স দেয়া যায় কি না। এই জন্য আমরা চেষ্টা করতেছি। গত ৫ আগস্টের পর যখন অন্তর্র্বতীকালীন সরকার শপথ গ্রহন করে নাই, দেশের প্রশাসনিক অবস্থা ভেঙে পড়েছিল তখন আমরা দেশকে সুরক্ষার জন্য  হিন্দুসহ অন্যান্য সংখ্যালগুদেরকে নিজেদের দায়িত্বে পাহারা দিয়েছি। ১৯৮৭ সালল  ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিতর্কিত ও লোনো অন্যায় কাজ প্রকাশিত হয়নি। কারন আমরা রাজনীতি করি ইসলাম, দেশ ও মানবতার কল্যানের জন্য। সেই হিসেবে আমরা সকলে আহবান করবো দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তির জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে একবার ক্ষমতায় এনে এর সুফলের অপেক্ষায় থাকি।
প্রধান বক্তার বক্তব্যে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের উপরের নেতারা যেমন দুর্নীতিবাজ তেমন নিচের কর্মীরা হলো চাঁদাবাজ। যেমন নেতা তেমন কর্মী। আবার ওই রকম দল। আমরা যদি ভালো রাস্ট্র ও ভালো রাজনীতি পেতে চাই এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই তাহলে ভালো একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় নিতে হবে। বিগত ৫৩ বছর লুটপাট, দুর্নীতি-দুঃশাসন, জুলুম নির্যাতন ও বেইনসাফি হয়েছে। বিগত দিনে কোনো একটি সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারে নাই। অনেক সরকার গেছে কেউই ভবিষ্যতে যাতে মানুষ ভালোভাবে ভোট দিতে পারে ও সুষ্ঠু নির্বাচন হতে পারে এমন একটি টেকসই নির্বাচন ব্যবস্থা করতে পারে নাই। ইচ্ছে করে নাই। কারন যারা ক্ষমতায় ছিলো তাদের ফন্দিফিকির ছিলো তারা কিভাবে ক্ষমতায় দীর্ঘয়িত করতে পারবে। জনগণকে তাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করবে এই চিন্তা তাদের মধ্যে ছিলো না। আওয়ামী লীগ তো মনে করেছে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। তারা প্রথমে বলেছিলো ২০২০সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এর পর এক তরফা নির্বাচনের মাধ্যমে ২০৪০ সাল ও ২০৭১সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল। আজ কোথায় গেল তারা। আমি বলবো আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীদের মধ্যে নুন্যতম দেশপ্রেম ও আত্মসম্মানবোধ আছে তারা তওবা করে এই দল ছাড়ুন। যারা বিদেশে পালিয়ে গেছে তাদের উস্কানিতে দেশকে অস্থিতিশীল করবেন এটা আর বাস্তবায়িত হবে না।
ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
সম্মেলনে আরো বক্তব্য দেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলনের জেলার সভাপতি মাহমুদুল হাসান, সাবেক সাধারণ মানজুর নোমানসহ  ইসলামী আন্দোলন ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সম্মেলন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়। কমিটিতে মাওলানা আতাউর রহমানকে সভাপতি, মাওলানা ওবায়েদ বিন মোস্তফাকে সহসভাপতি ও মাওলানা তরিকুল ইসলামকে সেক্রেটারি করা হয়।





তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন, ঢাকা–১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন আন্দালিভ পার্থ

তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন, ঢাকা–১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন আন্দালিভ পার্থ

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ

সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’

ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ

ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ

ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন

ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন

আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা

আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা

ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান

২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান

আরও...