অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে মাঘ ১৪৩১


ভোলায় বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২৫ রাত ১০:২৭

remove_red_eye

৪৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতা মূলক বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’- শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে  ভোলা দারুল হাদীস কামিল (স্নাতকোত্তর) মাদরাসা মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো: শাহ আব্দুর রহিম নুরন্নবী।
জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দারুল হাদীস কামিল  মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাও: আবুল বাশার আ: রহিম।
এসময় উপস্থিত ছিলেন  ভোলা দারুল হাদীস কামিল (স্নাতকোত্তর) মাদরাসা উপদক্ষ্য মাও: মো: মোবাশ্বিরুল হক নাঈম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মনয়কারী রাহিম ইসলাম,ভোলা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট এর ইন্সট্রাক্টর (সাধারণ) মো. রাশেদুল হাসান,প্রধান মহাদ্দেস মাওলানা মোহাম্মদ ফয়েজউল্ল্যাহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মো: আজাদ জাহান তাঁর বক্তব্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও সা¤প্রতিক সময়ে ২০২৪ সালে আহত ও নিহত সকল ছাত্র ও শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ ও জীবনের লক্ষ্য নির্ধারণ করতে বলেন। ভালো কাজ করার মধ্যদিয়ে দেশ ও জাতির সমৃদ্ধিতে অবদান রাখতে বলেন। মানুষ হিসেবে মানবতার শিক্ষা নিয়ে আল-কোরআন ও হাদিস থেকে শিক্ষা নিয়ে জীবন গড়তে বলেছেন। ৯০’র গণআন্দোলনে নূর হোসেন এর অবদানের কথা স্মরণ করেন। জুলাই- আগস্ট বিপ্লবের ফসল ঘরে তুলতে হবে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। তিনি ২৪’র আন্দোলনে সমন্বয়ক ও তরুণদের ভ‚মিকার ভ‚য়সী প্রসংশা করেন। আলোচনা সভায় শিক্ষার্থী প্রতিনিধি রাহিম ইসলাম তার বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে তারুণ্যকে কাজে লাগানোর কথা বলেছেন। বক্তব্যে সকল সেক্টরে নবীন-প্রবীণের সমন্বয়ে দেশ গঠনের কথা বলেছেন। দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে তারুণ্যের ভ‚মিকার উপর জোর দিয়েছেন।
এসময় বক্তারা আরো বলেন, তরুণদের  প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে গড়ে তুলতে হবে। নিজেদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে হবে। নিজেদের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। বেশি বেশি বই পড়তে হবে। তরুনদের সমাজ বিনির্মানে তরুনদের এগিয়ে আসতে হবে। বয়স্কদের অভিজ্ঞতা ও তারুণ্যের উদ্দীপনায় দেশ গঠনের উপর গুরুত্বারোপ করতে হবে। দেশ ও জাতির কল্যাণের তারুণ্যকে কাজে লাগানোর আহবান জানান বক্তরা। সভাপতির বক্তব্যে  আবুল বাশার মো: আ: রহিম জুলাই স্পিরিট ধরে রেখে সবাইকে একযোগে তারুণ্যনির্ভর  উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যমুক্ত  দেশ গঠনের  আহবান জানান।  আলোচনা সভায় মাদরাসার কয়েক শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।