অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে মাঘ ১৪৩১


ভোলায় জাতীয়করণের দাবীতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:০৬

remove_red_eye

৭১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষকরা। আজ রবিবার দুপুরে  ভোলা প্রেসক্লাব সামনে বাংলাদেশ ইউনাইটেড প্রাথমিক শিক্ষক সমিতি ভোলা জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে ওইসব বিদ্যালয়ের কর্মরত শিক্ষকরা।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ববেসরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির সভাপতি   মোঃ ইউসুফ  ও সাধারণ সম্পাদক  মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিনসহ অন্যান্য শিক্ষকরা।
মানববন্ধনে এসময় বক্তারা বলেন,   সারা দেশের ৭ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাবৈষম্যের শিকার হয়েছেন। এসব বিদ্যালয় জাতীয়করণের দাবীতে  বিভিন্ন সময় বিভিন্নভাবে উপজেলা, জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয়ভাবে মানববন্ধন, সংবাদিক সম্মেলন এবং স্মারকলিপির মাধ্যমে দাবিগুলো তুলে ধরা হয়। কিন্তু দীর্ঘ কয়েক বছরে তা বাস্তবায়িত হয়নি। যারফলে বঞ্চিত ওইসবসব বিদ্যালয়ের শিক্ষকরা চরম বিপাকে রয়েছেন । তাই দ্রুত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবী জানান কর্মরত শিক্ষকরা। পরে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।