বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২৫ রাত ০৯:১৯
১৯৬
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় দীর্ঘ দিন পর শুক্রবার শিশু কিশোরদের মনন বিকাশে ও সুস্থ্যধারার বিনোদনে উদ্বোধন হয়েছে ড্রিমল্যান্ড শিশু পার্ক । জেলা পরিষদের প্রায় ৪ এক জমিতে আধুনিক ও শৈল্পিক নান্দনিক সাজে গড়ে তোলা হয় পার্ক টি। ১৯৮৮ সালে জেলা শহরের শিশুদের বিনোদনের জন্য তৎকালীন মন্ত্রী নাজিউর রহমান মঞ্জু প্রথম এই পার্কের জন্য শহরের সার্কিট হাউজের সামনে জমি বরাদ্দ দেন। পরবর্তীতে বেশ কয়েকটি সংস্থা পার্ক চালু করতে গিয়ে ব্যর্থ হয়। দীর্ঘ দিন ধরে এটি প্রায় পরিত্যাক্ত ও ঝোপঝাড়ে পরিনত ছিল। ওই অবস্থা থেকে এটিকে পুনরায় চালু করার উদ্যোগ নেয় জেলা পরিষদ। ২০ জন বিনিয়োগকারীর অর্থায়নে এটিকে আধুনিকায়ন করা হয়। গড়ে তোলা হয় ভেতরের কানেকটিং সড়ক, ওয়াসজোন, লেক, ব্রিজ, বাগান। সাজানো হয় বটগাছকে ঘিরে সাহিত্য সংস্কৃতির জন্য রবীন্দ্র-নজরুল চত্বর। পিকনিক স্পর্ট। শিশুদের জন্য স্থাপন করা হয়েছে আধুনিক মানের রাইডস। প্রবেশ পথে স্থাপন করা হয় বাঙালির এক সময়ের ঐতিহ্যো বাহন হালসহ একজোড়া গরুর প্রতিকী। পুরো চত্বরটি বিশাল আকারের বেশ কিছু গাছে ঢাকা। উদ্বোধণী দিনে আসা অতিথি ও অভিভাবকরা জানান , শিশু উপযোগী এমন মনোরম ইকো-পাক দেশে খুব একটা চোখে পড়ে না। এ যেন ছাঁয়া-সু-নিবির , প্রশান্তির নীড় । উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে যোগ দেয় মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, ক্রিয়েটিভ স্কুল, শিশু পরিবার, সূর্যমুখি কিন্ডারগার্টেন, ওয়াদুল হক বাবুল মোল্লা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ভোলা থিয়েটারসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা । পার্কের সূচনাপর্বে সাবেক অধ্যক্ষ খালেদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রেখে শুভেচ্ছা জানান। সম্মানীয় অতিথিদের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন জাতীয় পার্টির সভাপতি আমিরুল ইসলাম রতন, জামায়াতে ইসলামীর আমির মাস্টার জাকির হোসেন, ইসলামী আন্দোলনের উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলম, জাতীয় পার্টির সম্পাদক মোঃ মোতাছিন বিল্লাহ, বাংলাদেশ জাতায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ হারুন অর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলাম, আয়োজক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাসির উদ্দিন লিটন, জেলা স্বচ্ছাসেবক দলের সম্পাদক জামিল হোসেন অদুদ, ওই সংগঠনের সহসভাপতি মুনতাছির আলম রবিন চৌধুরী, ভোলা থিয়েটারের সম্পাদক তালহা তালুকদার বাঁধন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা। শুভকামনা জানান জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ইয়ারুল আলম লিটন, সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, সাবেক প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন । ভোলা সরকারি স্কুলের শিক্ষার্থী শিশু মনন রায় অর্ক জানায়, পার্কটি হওয়ায় তারা খুব খুশি। তালহা তালুকদার বাঁধন জানান, ভোলার জেলা শহরে শিশুদের জন্য পরিকল্পিত কোন পার্ক ছিল না । কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদ জানান, ভোলার জন্য খুবই প্রয়োজন ছিল এমন একটি পার্কের। ভোলায় স্বাধীনতার পর জেলা প্রশাসকের বাসভবনের পাশে একটি শিশু পার্ক ছিল। পরবর্তিতে ওই পার্কে গড়ে ওঠে অফিসার্স ক্লাব ও লন-টেনিস খেলার মাঠ। ফলে শিশুদের জন্য আর কোন পার্ক গড়ে ওঠেনি।
তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন, ঢাকা–১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন আন্দালিভ পার্থ
ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ
সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন
গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’
ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক