অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫ | ২৯শে পৌষ ১৪৩১


নতুন বাজার হকার্স শ্রমিক দলের আংশিক কমিটি গঠন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২৫ সকাল ০৯:৩৮

remove_red_eye

মোঃ হাসনাইন আহমেদ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা এবং নতুন বাজার হকার্স শ্রমিক দল গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ জানুয়ারি সন্ধায় নতুন বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদারের সঞ্জালনায়, জেলা শ্রমিক দলের সভাপতি সহিদুল আলম মানিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহŸায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রাইসুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক হারুন অর রশিদ ট্রæম্যান, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, ইয়ারুল আলম লিটন, আব্দুল্লাহ আল মামুন সহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় আলহাজ্ব গোলাম নবী আলমগীর সংক্ষিপ্ত বক্তব্য শেষে নতুন বাজার হকার্স শ্রমিক দলের সভাপতি দুলাল পাঠওয়ারী ও নরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করে নাম প্রকাশ করা হয়।