অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ | ১৪ই চৈত্র ১৪৩০


চরফ্যাসনে বাল্য বিয়ে :কন্যার পিতা ও বরকে অর্থদন্ড


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই জুন ২০২০ রাত ০৮:০৬

remove_red_eye

৬২৮



চরফ্যাশন  প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলাপর ওসমানগঞ্জ ইউনিয়নের দশম শ্রেণীর এক কিশোরীকে বাল্য বিবাহ দেয়ায় কিশোরীর পিতা মো: মঞ্জু মিয়া ও বোরহান উদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের বশির মোল্লার ছেলে বর মো. শিমুলকে অর্থদন্ড করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, গোপনে বাল্য বিবাহের সংবাদ পেয়ে বর ও কনে এবং কনের পিতাকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। পরে বুধবার রাতে উপজেলা পরিষদে ভ্রাম্মমান আদালতের মাধ্যমে কনের পিতার ২৫হাজার ও বরের ২০হাজার টাকা জরিমানা করা হয়। এবং কনে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত স্বশুরালয়ে আসবেনা মর্মে বরকে মুচলেকায় ছেড়ে দেয়া হয়।


চরফ্যাশন