অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় স্কুল শিক্ষককে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২৫ রাত ০৮:০০

remove_red_eye

২৬০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শান্তির হাট হাইস্কুলের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বেসরকারি স্কুলের  শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। এসময় তারা চব্বিশ ঘণ্টার মধ্যে তোফায়েল আহমেদ স্যারকে  মুক্তির আল্টিমেটাম দিয়েছেন। বৃহস্পতিবার ( ০৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষক শিক্ষার্থীরা।
পরে শিক্ষকের মুক্তির দাবিতে  জেলা প্রশাসক বরাবর একটি স্বরলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ। এসময় বাংলাদেশ শিক্ষক সমিতি ( সেলিম ভূইয়া)  ভোলা জেলা সভাপতি মো: ইব্রাহিম,  বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) সাধারণ সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু, বাংলাদেশ শিক্ষক সমিতি ( কামরুজ্জামান)  সদর উপজেলা শাখার সভাপতি মেজবাহউদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজসহ শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষক নেতৃবন্দ জানান,  তোফায়েল আহমেদ  শান্তি হাট ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। এছারাও তিনি ভোলা জেলা স্কাউটস এর কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ শিক্ষক সমিতি ( কামরুজ্জামান) ভোলা সদর উপজেলা শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তোফায়েল আহমেদ স্যার সজ্জন, শান্তিপ্রিয় একজন সম্মানিত মানুষ। তিনি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত। তিনি কোন অসামাজিক কিংবা সন্ত্রাসী  কাজের সাথে জড়িত নন। স্থানীয় একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহলের ষড়যন্ত্রের স্বীকার হয়েছেন প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ। অবিলম্বে তাকে সসম্মানে মুক্তির দাবি জানান শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দ।

উল্লেখ্য,  বুধবার মধ্যরাতে কোস্টগার্ড ও পুলিশের যৌথ একটি টিম তোফায়েল আহমেদের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার বেলা ১১:০০ টায় কোস্টগার্ড এক প্রেস ব্রিফিংয়ে প্রধান শিক্ষক তোফায়েল আহমেদকে কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যু আখ্যা দিয়ে বলা হয় ---

"" দীর্ঘদিন যাবত ভোলা সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব কাজীচর এলাকায় কুখ্যাত সন্ত্রাসী তোফায়েল আহমদ ফরাজী এর নেতৃত্বে একটি সক্রিয় সন্ত্রাসী দল জমি দখল, চাঁদাবাজি, অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৯ জানুয়ারি ২০২৫ তারিখ বৃহস্পতিবার রাত ১ টা হতে ভোর ৪ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা সদরের মাস্টার কলোনী এলাকায় বাংলাদেশ পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ০২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০২ রাউন্ড তাজা গোলা, ০৪ টি হাতবোমা এবং ০১ টি পাসপোর্টসহ কুখ্যাত সন্ত্রাসী তোফায়েল আহমদ ফরাজী (৫০) কে আটক করা হয়। আটককৃত সন্ত্রাসী ভোলা সদর উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা। জব্দকৃত সকল আলামতসহ আটককৃত সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।""





তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন, ঢাকা–১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন আন্দালিভ পার্থ

তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন, ঢাকা–১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন আন্দালিভ পার্থ

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ

সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’

ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ

ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ

ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন

ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন

আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা

আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা

ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান

২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান

আরও...