অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জানুয়ারী ২০২৫ | ২৬শে পৌষ ১৪৩১


বন্ধু শংকরকে সহায়তায় ৮৬ বন্ধুরা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:১৬

remove_red_eye

৭০

এইচ আর সুমন : বন্ধুমহল SSC-86 ভোলা এর পক্ষ থেকে অসচ্ছল বন্ধু শংকরকে আর্থিক অনুদান প্রদান করা হয় গত ৪ জানুয়ারি-২৫ইং।
স্বপ্নের লীলাভূমি মনপুরায় সংগঠনের আহবায়ক মোঃ ফিরোজ উদ্দিনের সভাপতিত্বে অনুস্ঠিত এক সাধারন সভায় সংগঠনের পক্ষ থেকে সাবেক ভাইস চেয়ারম্যান বন্ধু আলী নেওয়াজ পলাশের কাছ থেকে এই অনুদান গ্রহন করেন বন্ধু শংকরের পক্ষ থেকে বন্ধু তরিকুল ইসলাম কায়েদ। এই সময় উপস্থিত ছিলেন বন্ধু মোঃ হেলাল উদ্দিন, মোঃ ইব্রাহিম, মোঃ আজিজ, মোঃ মুসা, মুজিবুর রহমান রোমন, দিদারুল আলম ও সদস্য সচিব মোঃ রিয়াজ উদ্দিন। 
উল্লেখ্য, বন্ধু শংকরকে আর্থিক ব্যবসায়িক স্বচ্ছলতার জন্য এই অনুদান প্রদান করা হয়। ইতিপূর্বে সংগঠনের পক্ষ থেকে এরকম কল্যাণকর ভূমিকা নেওয়া হয়েছিল এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।