অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জানুয়ারী ২০২৫ | ২৫শে পৌষ ১৪৩১


ভোলায় জামায়াতের বার্ষিক পরিকল্পনার ওরিয়েন্টেশন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা জানুয়ারী ২০২৫ রাত ০৯:৪১

remove_red_eye

৭৭



মোঃ মুরাদ শিকদার : বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার উদ্যোগে ২০২৫ সালের বার্ষিক পরিকল্পনার উপর ওয়ার্ড ও উপজেলা দায়িত্বশীলদের নিয়ে  অনুষ্ঠিত ওরিয়েন্টেশন অনুষ্ঠন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৪ জানুয়ারি)  ভোলা আদর্শ একাডেমী স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে বিকেল তিনটায়  কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ভোলা জেলা সেক্রেটারি কাজী হারুন অর রশিদের সঞ্চালনায় ভোলা জেলা আমির কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য মাস্টার জাকির হোসাইন এর সভাপতিত্বে ২০২৫ সালের বার্ষিক পরিকল্পনার উপর উপজেলা ও ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে দায়িত্বশীলদের করণীয় ও বর্জনীয় বিষয়ক বাৎসরিক পরিকল্পনা পেশ করা হয়। ওরিয়েন্টেশনে দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলা হয়, প্রকৃতপক্ষে ইসলামের সুমহান আদর্শের ধারক ও বাহক হয়ে প্রতিটি ঘরে প্রতিটি ব্যক্তির কাছে ইসলামের আদর্শকে পৌঁছে দিতে হবে, ইসলামের আদর্শ মুখে প্রচারের সাথে সাথে নিজেকে ইসলামের সুমহান আদর্শের  ধারক ও বাহক হওয়ার মাধ্যমে নিজেকে সত্যের সাক্ষ্য হিসেবে উপস্থাপন করার মাধ্যমে প্রতিটি ঘরে প্রতিটি ব্যক্তিত্ব আছে ইসলামী আন্দোলনের কে পৌঁছে দেয়ার মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভিত্তিকে মজবুত করতে হবে। জামাতের প্রতিটি দায়িত্বশীলকে হতে হবে সৎ ,যোগ্য, আল্লাহভীরু ও আদর্শ নাগরিক, রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে এমন কোন কাজ জামায়াতের কোন কর্মী কোন অবস্থায় করবে না।
ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, কার্যনির্বাহী পরিষদের সদস্য, বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সুরাহ সদস্য, ভোলা জেলা তত্ত¡াবধায়ক ফখরুদ্দিন খান আল রাজি, ভোলা জেলা সভাপতি মাস্টার জাকির হোসাইন, জেলা সেক্রেটারি কাজী হারুন অর রশিদ, বাইতুল সম্পাদক মাস্টার বেলায়েত হোসেন, জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্বাস উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ইসমাইল হোসেন মনির, জেলা কর্ম পরিষদ সদস্য ও জেলা যুব বিভাগের দায়িত্বশীল মাস্টার আমির হোসাইন, ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন, ভোলা পৌর আমির মাওলানা জামাল উদ্দিন,,নায়েবে আমির, মোঃ রুহুল আমিন, সেক্রেটারি মাওলানা আতাউর রহমান কামাল, চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর শরীফ সহ প্রমুখ।