অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৪ঠা জানুয়ারী ২০২৫ | ২১শে পৌষ ১৪৩১


ভোলার ভেদুরিয়া গবাদি পশুর ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০৪

remove_red_eye

৩০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে গবাদি পশুর ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর), পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর "Strengthening Resilience of Livestock Farmers through Risk Reducing Services" প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ভেদুরিয়া গরুর হাটে গবাদি প্রাণীর ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের আয়োজন করে।
ক্যাম্পেইনটি পরিদর্শন করেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ হাসান খালেদ এবং জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
ক্যাম্পেইন পরিচালনা করেন জিজেইউএস-এর উপ-পরিচালক ডা. খলিলুর রহমান এবং টেকনিক্যাল অফিসার ডা. আবদুর রহিম।
এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে শতাধিক গরু ও ছাগলের মধ্যে খুরারোগ প্রতিরোধক টিকা প্রদান করা হয় এবং কৃমিনাশক বিতরণ করা হয়।