বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৪ রাত ০৮:২৭
৮৪
সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে অনুষ্ঠিত সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালনের সময় এক সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মো. ইউনুস শরীফ গুরুতর আহত হয়েছে। তার মাথায় ফেটে চারটি সেলাই লেগেছে। তবে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের বরিশাল দালান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,সকাল ১০টার দিকে শহরের সদর রোডে ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার ব্যানারে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় শহরের বাংলাস্কুল মোড় থেকে কালিনাথ বাজার মোড় পর্যন্ত পুরো সদর রোড ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। শহরের বরিশাল দালানের সামনে ট্রাকের ওপর স্টেইজ করে বক্তব্য দেন স্থানীয় আলেম ওলামারা। সদর রোডের হাবিব মেডিকেল সামনে থেকে মহাজনপট্টি পর্যন্ত এলাকা জুড়ে কয়েক হাজার মানুষ সড়ক অবরোধ কওে বসে থাকেন। এতে করে শহরের জনগণের চলার পথ এবং যানবাহন চলাচলের একমাত্র প্রধান সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় মানুষের দুর্ভোগ পোহাতে হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ,মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা বশির উদ্দিন, মাওলানা মিজানুর রহমান আজাদী, মাওলানা মোবাশ্বিরুল হক নাইম, মাওলানা আতাউর রহমা মোমতাজী, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা শফি উদ্দিন, মাওলানা ইয়াছিন নবীপুরী, মৌলবী সৈয়দ মাকসুদুর রহমান প্রমূখ।
অপর দিকে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, তাবলীগ জামায়াতের অবস্থান কর্মসূচির নিউজ কভারেজ করতে শহরের বরিশাল দালান এলাকায় যান আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি সাংবাদিক ইউনুস শরীফ। এ সময় সেখানে পথচারীদের চলাচলের ফুটপাত আটকানো নিয়ে কর্তব্যরত এক স্বেচ্ছাসেবকের সঙ্গে তার বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে অন্য স্বেচ্ছাসেবকসহ উপস্থিত মুসল্লীদের মধ্য থেকে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এক পর্যায়ে স্বেচ্ছাসেবকদের হাতে থাকা লাঠি দিয়ে সাংবাদিক ইউনুস শরীফের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। এসময় তার সাথে থাকা অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে একটি দোকানে মধ্যে নিয়ে যায়। সাংবাদিক ও স্কুল শিক্ষক ইউনুস শরীফ জানান , ফুটপাত দিয়ে যাওয়ার সময় রাস্তায় আটকে থাকা কয়েক জন নারীদের যাওয়ার জন্য স্বেচ্ছাসেবকদের ফুটপাতের পথ ছেড়ে দিতে বললে তাদের সাথে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রিয়াজ সহ চরমোনাই কয়েক জন গাবের লাঠি,পাইপ দিয়ে সাংবাদিক ইউনুস শরীফের মাথায় আঘাত করা হয়েছে। তিনি বলেন,এই সমাবেশ ইসলাম প্রতিষ্ঠার জন্য নয়, সন্ত্রাসীদের সমাবেশ। যদি সন্ত্রাসীদের সমাবেশ না হয় ,তা হলে লোহার রড,গাবের লাঠি তাদের হাতে থাকবে কেন? আমি তো খারাপ কিছু বলিনি।ফুটপাত ছেড়ে দেন। মহিলাদের কে আসা যাওয়ার পথ করে দিন। আমি এই সন্ত্রাসীদের বিচার চাই। আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এ দিকে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ভোলার পেশাদার সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলা কারী সন্ত্রাসীকে দ্রæত গ্রেফতারের দাবি জানান। এছাড়াও ওই হামলার ঘটনায় রাতে ভোলা প্রেসক্লাবে ইউনুস শরীফের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় দোষীদের গ্রেফতারের জন্য দাবী জানানো হয়।
তবে বিষয়টি অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়ে আয়োজক কমিটির পক্ষে ভোলা জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সম্পাদক মাওলানা মিজানুর রহমান দুঃখ প্রকাশ করে জানান, তারাও মাইকে উপস্থিত মুসল্লীদের ফুটপাত ছেড়ে দেওয়ার কথা বার বার বলতেছিলেন। বিষয়টি নিয়ে সাংবাদিক ইউনুস শরীফ ভাইয়ের সঙ্গে এক জন স্বেচ্ছাসেবকের বাকবিতন্ডা হয়েছে। স্টেইজ থেকে বিষয়টি নিবারনের চেষ্টা করা হয়েছে। ইতোমধ্যে সাংবাদিক ইউনুস শরীফ ভাই এক জন স্বেচ্ছাসেবকের টান দিয়ে মাথায় পাগড়ী খুলে ফেললে অন্যরাও উত্তেজিত হয়ে যায়। এর পরই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে তারা বিষয়টি নিয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং হামলায় জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ সাংবাদিকদের জানান, তিনি হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকের খোঁজখবর নিয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিকেল ৪টার দিকে দোয়া মোনাজাতের মাধ্যমে ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।
ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন অবস্থান কর্মসূচীর জেলা প্রশাসনের কাছে কোন অনুমতি চায়নি। অপরদিকে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তাদের কাছেও কেউ অনুমতি চায়নি।
ভোলায় ৪৮ মামলার আসামী দুর্ধর্ষ চোর বাবুল দেওয়ান গ্রেফতার
ভোলায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা
ভোলায় তারুণ্যের উৎসব উপলক্ষে শিশুদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
লালমোহনে মৎস্য সম্পদ ধ্বংসকারী ৫০ লাখ টাকার চরঘেরা অবৈধ জাল উচ্ছেদ
কুয়েতে বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ জনবল নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
কখন মুক্তি পেতে পারেন বাবর?
ভারতের সঙ্গে অসম চুক্তির বিষয়ে আলোচনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
কসোভোকে সাশ্রয়ী মূল্যে মানসম্মত পোশাক ও ওষুধ আমদানির আহ্বান রাষ্ট্রপতির
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত