অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


চরফ্যাসনে তিমি প্রজাতির সামুদ্রিক প্রাণী শিকার করায় ট্রলার আটক


এ আর সোহেব চৌধুরী

প্রকাশিত: ৬ই জুন ২০২০ রাত ০৯:৫৯

remove_red_eye

৯৪৯



এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন :  তিমি  প্রজাতির ক্রাস্টাশিয়ান প্রাণীর বাচ্চা ও লবস্টার মাছ শিকার করায় ভোলার চরফ্যাশনে একটি  ট্রলারকে আটক করা হয়েছে নৌ-পুলিশ।
 শনিবার সকাল ১১টায় চরফ্যাশন মাদ্রাজ ইউনিয়নের সামরাজ নৌ-পুলিশের নেতৃত্বে গভীর সমুদ্র থেকে মৎসঘাটে আসা সামুদ্রিক ওই ট্রলারটিকে আটক করা হয় বলে নৌ-পুলিশ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।  এসময় ট্রলার থেকে ১০কেজি তিমি প্রজাতির ক্রাস্টাশিয়ান প্রাণীর বাচ্চা ও লবস্টার মাছ জব্দ করা হয়।
উপজেলা মৎস কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, গভীর সমুদ্র থেকে তিমি প্রজাতির প্রাণী ক্রাস্টাশিয়ান ও লবস্টার মাছ শিকারে ৩ এর (বি) ধারা লঙ্ঘন করায় সামুদ্রিক মৎস অধ্যাদেশ ১৯৮৩ এর ক্ষমতাবলে ট্রলারে থাকা জেলেদের ২০হাজার টাকা জরিমানা করে ট্রলাটিকে ছেড়ে দেওয়া হয়েছে।


চরফ্যাশন