অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে জমির বিরোধ নিয়ে হামলা , আহত-৩


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০১৯ রাত ০৯:৫৭

remove_red_eye

৬২৪

 

লালমোহন প্রতিনিধি : লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোড়পূর্বক বাড়ী ঘর নির্মান কালে বাধা প্রদান করায় মারপিট করে তিন জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালমা ইউনিয়ন ৪নং ওয়ার্ডের গত ১২ অক্টোবর শনিবার সকাল ১০টার সময় এঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানাযায় , রফিকুল ইসলামের স্ত্রী মোসাম্মদ কহিনুর বেগম এর ক্রয়কৃত এস এ ১০৩০ নং খতিয়ানের দাগ নং- ১১২২, ১০৯২, ১১২৫ দাগে ২৪ শতাংশ জমি দীর্ঘদিন যাবৎ ভোগ দখলে বৃদ্বমান রয়েছেন। কিছুদিন যাবৎ একই এলাকার প্রভাবশালী ও ক্ষমতাধর ব্যক্তি মাকছুদ উল্লাহ গংরা ঐ জমি দাবি করে জবর দখল করার পায়তারা দিয়ে আসছে। পরে কহিনুর বেগম বাদী হয়ে ভোলা জজকোটে দেওয়ানি মামলা করেন মামলা নং- ৩১১৫ পরে ঔ মামলায় নিষেধাজ্ঞা জরি করা হয়। কিন্তু কিছুদিন পর প্রভাবশালী জবর দখলকারী এলাকায় পরিচিত খনকার ও তাবিজ মাকছুদুল্লা আদালতের নিষেধেজ্ঞা অমান্য করে কহিনুরের জমিতে বাড়ী ঘর নির্মাণ ও জমির বাউন্ডারি দেওয়াল নির্র্মাণ কাজ শুরু করেন। ঘটনার দিন সকালে মুকছুদুল্লাহ, এনায়েত উল্লাহ, রহমত উল্লাহ, হেকমত উল্লাহ, বরকত উল্লাহ এক দল বাড়াটিয়া সন্ত্রাসী বাহীনি নিয়ে নিষেধাজ্ঞা জমিতে সীমানা বাউন্ডারি দেওয়ালের কাজ শুরু করেন। এতে বাধা দিতে আসলে নুরুল ইসলাম, জোসনা বেগম ও রিনা বেগমকে দাঁড়ালো দারোলো বগিদা, দা, ছেনি, কুড়াল, ছোড়া, রড দিয়ে এলো পাতারি মারধর করে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহতদের ডাক চিৎকারে এলাকার লোক জন ছুটে আসলে মাকছুদ উল্লাহ গংরা হত্যার হুমকি দেয়। আহদেরকে ঘটনা স্থল থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার রোগির অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার করেন। সেখান থেকে বরিশালে বরিশাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এ ঘটনায় কহিনুর বেগমের স্বামী রফিকুল ইসলাম ঘটনার দিন লালমোহন থানাকে অবগত করেন। লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ ফয়সালার জন্য মাকছুদ উল্লাহ কে ডাকা হলে একবার থানায় ফয়সালার জন্য হাজির হন দ্বিতীয় বার আর আসেন নি। শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা জমিতে বাড়ী ঘর নির্মাণ করে যাচ্ছেন। আমি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিগন ও প্রশাসনিক কর্মকর্তা সহ সকলের কাছে ন্যায় বিচার দাবি করছি।