অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৪শে জানুয়ারী ২০২৫ | ১০ই মাঘ ১৪৩১


বাংলাদেশ শিক্ষক সমিতির ভোলা সদর উপজেলা কমিটি গঠন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই ডিসেম্বর ২০২৪ রাত ১০:২২

remove_red_eye

৮০

রিপন সভাপতি, ইমরান সম্পাদক, ফারুক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
 
 
বাংলার কন্ঠ প্রতিবেদক : বাংলাদেশ শিক্ষক সমিতি (সেলিম ভূঁইয়া) ভোলা সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) শহরের মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে শিক্ষকদের উপস্থিতিতে চরপাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান রিপনকে সভাপতি, জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক ইমরান হোসেনকে সাধারণ সম্পাদক ও ওমর ফারুককে সাংগঠনিক সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
জেলা কমিটির আহ্বায়ক মাছুমা খানম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, ভোলা জেলা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক।
নবনির্বাচিত বাংলাদেশ শিক্ষক সমিতি (সেলিম ভূঁইয়া) সদর উপজেলা কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি- আবদুস শহীদ তালুকদার, মোঃ মনির উদ্দিন, নুরুন্নাহার বেগম, ফরিদ উদ্দিন, আব্দুল মন্নান, মহিবুল আলম, মিরাজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, মহিউদ্দিন, রাশেদুল আলম, ফোরকান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মোঃ জাকির হোসেন, অর্থ-সম্পাদক রাসেল, ক্রীড়া সম্পাদক ইসমাইল, মহিলা বিষয়ক সম্পাদক কেয়া চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক রুহুল আমিন, প্রচার সম্পাদক কবির হোসেন, নির্বাহী সদস্য মোঃ ইব্রাহিম, কবির উদ্দিন খান, আব্দুর রহমান বাবলু, আশরাফ উদ্দিন ফারুক, রুহুল আমিন, মোঃ সেলিম, মোঃ বাবুল, আবু সায়েদ, কামাল হোসেন, আতাউর রহমান মঞ্জুর হোসেন, পরিতোষ চন্দ্র রায়, শ্রীবাস চন্দ্র দাস, মঞ্জু রানী সরকার, বিলাল হোসেন, জান্নাতুল ফেরদৌস মাটি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভোলা আব্দুল স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মন্নান, দক্ষিণ চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ আহমদ, ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, টবগী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলম। প্রধান শিক্ষক নুরুন্নাহারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এসময় বক্তারা বলেন, শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। সবচেয়ে সম্মানিত পেশা হলো শিক্ষকতা। আপনারা এই পেশায় নিয়োজিত আছেন। আপনাদের দেশ ও সমাজের প্রতি অনেক দায়িত্ব আছে। বিশেষ করে ছেলে মেয়েদেরক পড়াশোনা করে মানুষের মতো মানুষ তৈরি করছেন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আর এই মেরুদণ্ড তৈরি হয় আপনাদের হাত ধরে। আপনারা যে মহান পেশায় নিয়োজিত আছেন সেটির মর্যাদা রক্ষা করে কাজ করবেন। বক্তারা বলেন, শিক্ষকরা মহান এই পেশায়জড়িত থাকলেও বেতন ভাতাসহ বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। এটা কোনভাবেই কাম্য নয়। বিগত সরকার শিক্ষকদের বৈষম্য দূর না করে আরও বৈষম্য বৃদ্ধি করেছে। যা শিক্ষকদের সম্মানে আঘাত লেগেছে।
বক্তারা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আগামী দিনগুলোতে এই কমিটি সক্রিয়ভাবে শিক্ষকদের দাবী আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে। যাতে শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার পেতে পারে। এ জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। আমরাও যার যার জায়গা থেকে শিক্ষকদের অধিকার আদায়ে সবসময় কাজ করে যাবো।

 





চরফ্যাসনে ব্যাংকে গিয়ে মারধরের শিকার নারীর সংবাদ সম্মেলন

চরফ্যাসনে ব্যাংকে গিয়ে মারধরের শিকার নারীর সংবাদ সম্মেলন

অন্তর্বর্তী সরকার যাতে ব্যাথ্য না হয় দেশী বিদেশী চক্রান্ত চলছে : নাজিম উদ্দিন আলম

অন্তর্বর্তী সরকার যাতে ব্যাথ্য না হয় দেশী বিদেশী চক্রান্ত চলছে : নাজিম উদ্দিন আলম

ভোলায় জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন

ভোলায় জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন

ভোলায় জামায়াতের সংবাদ সম্মেলন

ভোলায় জামায়াতের সংবাদ সম্মেলন

ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

ড. ইউনূস পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চান

ড. ইউনূস পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চান

জুলাই-আগস্ট নৃশংসতা সম্পর্কে জাতিসংঘ প্রতিবেদন ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হবে: তুর্ক

জুলাই-আগস্ট নৃশংসতা সম্পর্কে জাতিসংঘ প্রতিবেদন ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হবে: তুর্ক

কিছু বিষয়ে সরকার নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না: ফখরুল

কিছু বিষয়ে সরকার নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না: ফখরুল

দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে হাল ধরেছে বিএনপি: সেলিমা রহমান

দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে হাল ধরেছে বিএনপি: সেলিমা রহমান

আওয়ামীলীগ জনগণের অধিকার হরন করেছে : সাবেক এমপি নাজিম উদ্দিন আলম

আওয়ামীলীগ জনগণের অধিকার হরন করেছে : সাবেক এমপি নাজিম উদ্দিন আলম

আরও...