অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ | ১২ই পৌষ ১৪৩১


ভোলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১৩

remove_red_eye

৬৭

মোঃ ইসমাইল হোসেন সভাপতি , বেলায়েত হোসেন সম্পাদক

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর এর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভোলায় দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ভোলা শহরের জেলা পরিষদ হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ কবির আহমদ, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাষ্টার মোঃ জাকির হোসাইন।
এসময় বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে আমরা সব সময় তৎপর ছিলাম এখনো আছি। শ্রমিকদের বৈষম্য দূরীকরণের জন্য আমাদের যা যা করণীয় তা করতে হবে। শ্রমিকদের ঘামের উপরেই প্রতিষ্ঠিত আমাদের মাতৃভ‚মি। সম্মেলনে মোঃ ইসমাইল হোসেন মনির কে জেলা সভাপতি ও বেলায়েত হোসেন কে সাধারণ সম্পাদক, মোঃ ইয়াসিন আরাফাত কে সাংগঠনিক সম্পাদক করে আগামী (২০২৫ -২৬) সালের জন্য নির্বাচনের মাধ্যমে ৩৫ সদস্য বিশিষ্ট একটি জেলা কমিটি ঘোষণা করা হয়।পরে সম্মেলন শেষে ভোলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়।