অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৭ই ডিসেম্বর ২০২৪ | ২৩শে অগ্রহায়ণ ১৪৩১


ভোলায় কর্মসংস্থান হলো ৭৬ জন নারীর


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২৪ রাত ০৯:২২

remove_red_eye

১০১



বাংলার কণ্ঠ প্রতিবেদক ॥ ভোলায়  বিকল্প শিক্ষা ও দক্ষতা কার্যক্রমের প্রশিক্ষণার্থীদের জন্য চাকরিমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ৭৬ জন প্রশিক্ষিত নারীর বিভিন্ন   ট্রেডে  কর্মসংস্থান হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর)  সকাল থেকে বিকাল পর্যন্ত টাউন স্কুল মাঠ সংলগ্ন  গ্রান্ড কমিউনিটি সেন্টারে এই মেলা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) আয়োজনে এবং ইউনিসেফ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) এ মেলায় সহযোগিতা  করে।
মেলার অনুষ্ঠিনক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক  মো. মনজুর হোসেন।
এসময়  তিনি বলেন,সরকারের পাশাপাশি দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য বেসরকারি প্রতিষ্ঠান গুলো কাজ করে যাচ্ছে।
এই ধরনের  আয়োজনের মধ্যে  দিয়ে প্রশিক্ষিত নারীদের  আরো চাকরি ব্যবস্থা হবে বলে জানান। সরকারের  পাশাপাশি বে-সরকারি ভাবে এই ধরনের চাকরি মেলায় আয়োজন করতে পারলে দক্ষতরা মাধ্যমে নারী পুরুষ সবার কর্মসংস্থানের সুযোগ মিলবে।  এসময় তিনি ইএসডিও সংস্থাকে ধন্যবাদ জানান নারীদের দক্ষতার পাশাপাশি চাকরির ব্যবস্থা গ্রহনের জন্য। এসময় তিনি চাকরি প্রাপ্ত সবার হাতে নিয়োগ পত্র তুলে দেন। 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা বিসিক এর উপ- ব্যবস্থাপক মো. সোহাগ হোসেন, ভোলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক  মো.মুকাদ্দেস আলী,মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রেগাম অফিসার চামেলী বেগম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইএসডিও হেড অফ টিভিইটি শাহরিয়ার মাহমুদ।
এসময় অন্যান্য কর্মকর্তা- কর্মচারী, গণমাধ্যমকর্মী, প্রশিক্ষিতপ্রাপ্ত চাকরি প্রত্যাশী ও নারী উদ্যোক্তারা বিভিন্ন স্টল নিয়ে  উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ইএসডিও থেকে ২ শ জন প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রত্যাশী  আগ্রহী নারী মেলায় নিবন্ধন করেন।নিবন্ধিত সকল নারী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ হন।
পরে বিউটি কেয়ার, কম্পিউটার অপারেশন, ও সুইং অপারেশন সহ বিভিন্ন ট্রেডে  ২০০ জন প্রশিক্ষিত নারীকে ভোলা  জেলার বিভিন্ন উপজেলার নারী উদ্যাক্তা  ১০টি প্রতিষ্ঠানে ৭৬ জন প্রশিক্ষিত নারীর বিভিন্ন  ট্রেডে  কর্মসংস্থান হয়েছে।
 
স্কুল থেকে ঝড়ে পড়া ১৫ থেকে ২৪ বছর বয়সী মেয়েদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ট্রেড ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ইকো-সোস্যাল ডেভেলেপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) নামের একটি বেসরকারি সংস্থা। 
সংস্থাটি গত এক বছরে  ভোলায়   ১১৪৫ জন অনানুষ্ঠানিক শিক্ষানবিশ, উদ্যোক্তা উন্নয়ন এবং সেন্টার বেইজ প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করে।  যার মধ্য থেকে ৯৯০ জন প্রশিক্ষণ নিয়ে ৮৮৫ জন বিভিন্ন কর্মক্ষেত্রে যোগ দিয়েছেন।

ইএসডিও এর এই চাকরি মেলায় শুধু দেশের বেকারত্ব দূর হবেনা বরং এখানে নারীরা অর্থৈনিতিক ভাবে সাবলম্বী হওয়ার পাশাপাশি  প্রশিক্ষিত হয়ে দক্ষ উদ্যাক্তা হয়ে দেশের সম্পদে পরিনত হবে।





বিদ্যুৎ-জ্বালানিতে মাথাপিছু ভর্তুকি ৩ হাজার টাকা: উপদেষ্টা

বিদ্যুৎ-জ্বালানিতে মাথাপিছু ভর্তুকি ৩ হাজার টাকা: উপদেষ্টা

হয়রানিমূলক মামলা ও গ্রেফতার ঠেকাতে সজাগ পুলিশ: অতিরিক্ত কমিশনার

হয়রানিমূলক মামলা ও গ্রেফতার ঠেকাতে সজাগ পুলিশ: অতিরিক্ত কমিশনার

জনগণের নয়, পুলিশ চাঁদাবাজ-সন্ত্রাসীর প্রতিপক্ষ: সিটিটিসি প্রধান

জনগণের নয়, পুলিশ চাঁদাবাজ-সন্ত্রাসীর প্রতিপক্ষ: সিটিটিসি প্রধান

সংস্কারের উসিলায় অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ নয় : খন্দকার মোশাররফ

সংস্কারের উসিলায় অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ নয় : খন্দকার মোশাররফ

ভারত বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে: রিজভী

ভারত বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে: রিজভী

জাতির কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট

জাতির কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট

তজুমদ্দিন ও লালমোহনে ধানের র্শীষ  প্রতীকের লিফলেট বিতরণ পথসভা

তজুমদ্দিন ও লালমোহনে ধানের র্শীষ প্রতীকের লিফলেট বিতরণ পথসভা

ভোলায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে স্কুল ছাত্র নিহত

ভোলায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে স্কুল ছাত্র নিহত

ভোলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভোলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভোলায় স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

ভোলায় স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

আরও...